England National Cricket Team vs West Indies National Cricket Team, Live Streaming: ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দল বনাম ওয়েস্ট ইন্ডিজ জাতীয় ক্রিকেট দল, ওয়ানডে সিরিজ ২০২৫ (ODI 2025)-এর দ্বিতীয় ম্যাচে একে অপরের মুখোমুখি হতে চলেছে। আজ, ১ জুন মুখোমুখি হবে ENG বনাম WI। কার্ডিফের সোফিয়া গার্ডেন্সের (Sophia Gardens, Cardiff) আয়োজিত হয়েছে এই ম্যাচ। হ্যারি ব্রুকের (Harry Brook) অধীনে ইংল্যান্ড এজবাস্টনে ওয়েস্ট ইন্ডিজকে প্রথম ওয়ানডে ম্যাচে ২৩৮ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে। ওয়েস্ট ইন্ডিজের দুর্বল বোলিং ইংল্যান্ডকে চারশো রান করার সুযোগ দিয়েছে। ইংল্যান্ডের করা ৪০০/৮ স্কোরের সামনে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং ইউনিট চাপের মধ্যে টিকে থাকতে পারেনি এবং ১৬২ রানে অলআউট হয়েছে। এই সিরিজে টিকে থাকতে হলে আজ তাদের জিততেই হবে। ওয়েস্ট ইন্ডিজকে তাদের র্যাঙ্কিং নিয়েও ভাবতে হব, কারণ এই সিরিজের রেটিং পয়েন্ট তাদের ২০২৭ বিশ্বকাপের যোগ্যতার সম্ভাবনার জন্য গুরুত্বপূর্ণ। ENG vs WI 2nd ODI Dream11 Prediction: ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে এগিয়ে কে? একনজরে Dream11 Prediction
ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ, দ্বিতীয় ওয়ানডে ম্যাচ
Ready to bring the heat 🔥
🔜 @WindiesCricket pic.twitter.com/exZcdq4Npq
— England Cricket (@englandcricket) May 31, 2025
ইংল্যান্ড স্কোয়াডঃ বেন ডাকেট, জেমি স্মিথ, জো রুট, হ্যারি ব্রুক (অধিনায়ক), জস বাটলার (উইকেটরক্ষক), জ্যাকব বেথেল, উইল জ্যাকস, ব্রাইডন কার্স, আদিল রশিদ, সাকিব মাহমুদ, লুক উড, টম ব্যান্টন, ম্যাথু পটস, টম হার্টলি।
ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াডঃ ব্র্যান্ডন কিং, এভিন লুইস, কেসি কার্টি, শাই হোপ (অধিনায়ক), আমির জাঙ্গু, জাস্টিন গ্রিভস, রস্টন চেজ, ম্যাথু ফোর্ড, আলজারি জোসেফ, গুদাকেশ মোতি, শামার জোসেফ, জেডিয়া ব্লেড, জুয়েল অ্যান্ড্রু, জেডেন সিল, শেরফেন রাদারফোর্ড, রোমারিও শেফার্ড, শিমরন হেটমেয়ার।
ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ, ওয়ানডে সিরিজের সম্প্রচার সূচি
কবে, কোথায় আয়োজিত হবে ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ, দ্বিতীয় ওয়ানডে ম্যাচ?
১ জুন কার্ডিফের সোফিয়া গার্ডেন্সের (Sophia Gardens, Cardiff) আয়োজিত হবে ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ, দ্বিতীয় ওয়ানডে ম্যাচ।
কখন থেকে শুরু হবে হবে ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ, দ্বিতীয় ওয়ানডে ম্যাচ?
ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ, দ্বিতীয় ওয়ানডে ম্যাচ শুরু হবে ভারতীয় সময় দুপুর ৩ঃ৩০টেয় এবং বাংলাদেশ সময় বিকেল ৪টেয়।
ভারতে টিভিতে কোথায় দেখবেন ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ, দ্বিতীয় ওয়ানডে ম্যাচ?
ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ, দ্বিতীয় ওয়ানডে ম্যাচ ভারতে টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে সোনি স্পোর্টস নেটওয়ার্কে (Sony Sports Network)। বাংলাদেশে কোথায় সম্প্রচার করা হবে সেটা জানা যায়নি।
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ, দ্বিতীয় ওয়ানডে ম্যাচ
ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ, দ্বিতীয় ওয়ানডে ম্যাচ অনলাইনে ভারতে সরাসরি সম্প্রচার করা হবে ফ্যানকোড অ্যাপে (FanCode App) এবং সোনি লিভে (Sony LIV)। বাংলাদেশেও আশা করা যায় এই অ্যাপেই ম্যাচ দেখা যাবে।