England National Cricket Team vs South Africa National Cricket Team: ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দল বনাম দক্ষিণ আফ্রিকা জাতীয় ক্রিকেট দল, ওয়ানডে সিরিজ ২০২৫ (ODI 2025)-এর দ্বিতীয় ম্যাচে একে অপরের মুখোমুখি হতে চলেছে। আজ, ৪ সেপ্টেম্বর মুখোমুখি হবে ENG বনাম SA। লন্ডনের লর্ডসে (Lord's, London) আয়োজিত হয়েছে এই ম্যাচ। এই সিরিজে দক্ষিণ আফ্রিকা ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে। এই ম্যাচে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি ব্রুক (Harry Brook)। শেষ ম্যাচে লজ্জার রেকর্ডের পর আজকের ম্যাচে বাদ পড়েছেন সনি বেকার (Sonny Baker)। তাঁর বদলে আজ খেলবেন সাকিব মাহমুদ (Saqib Mahmood)। অন্যদিকে, দক্ষিণ আফ্রিকার অধিনায়কত্বে রয়েছেন টেম্বা বাভুমা (Temba Bavuma)। চোটের কারণে টনি ডি জর্জি বাদ পড়েছেন, এসেছেন ম্যাথু ব্রিৎটজকে (Matthew Breetzke)। এছাড়া অসুস্থতার কারণে খেলবেন না উইয়ান মুল্ডার, এসেছেন সেনুরান মুথুস্বামী (Senuran Muthusamy)। ENG vs SA 2nd ODI Live Streaming: ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা, দ্বিতীয় ওয়ানডে ম্যাচ; সরাসরি দেখবেন যেখানে
টসে জিতে প্রথমে বল করছে ইংল্যান্ড
England look to bounce back from a trouncing in Leeds and keep the ODI series alive - Harry Brook wins the toss and opts to bowl first at Lord's
Ball-by-ball: https://t.co/BbCo0UHtPz pic.twitter.com/hlvWGy82zM
— ESPNcricinfo (@ESPNcricinfo) September 4, 2025
দক্ষিণ আফ্রিকার প্লেয়িং ইলেভেনঃ এইডেন মার্করাম, রায়ান রিকেলটন (উইকেটরক্ষক), টেম্বা বাভুমা (অধিনায়ক), ম্যাথু ব্রিৎটজকে, ট্রিস্টান স্টাবস,, দেওয়াল্ড ব্রেভিস, করবিন বশ, সেনুরান মুথুস্বামী, কেশব মহারাজ, নান্দ্রে বার্গার, লুঙ্গি এনগিডি।
ইংল্যান্ডের প্লেয়িং ইলেভেনঃ জেমি স্মিথ, বেন ডাকেট, জো রুট, হ্যারি ব্রুক (অধিনায়ক), জস বাটলার (উইকেটরক্ষক), জ্যাকব বেথেল, উইল জ্যাকস, ব্রাইডন কার্স, জোফরা আর্চার, আদিল রশিদ, সাকিব মাহমুদ।