England National Cricket Team vs South Africa National Cricket Team, Live Streaming: ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দল বনাম দক্ষিণ আফ্রিকা জাতীয় ক্রিকেট দল, ওয়ানডে সিরিজ ২০২৫ (ODI 2025)-এর দ্বিতীয় ম্যাচে একে অপরের মুখোমুখি হতে চলেছে। আজ, ৪ সেপ্টেম্বর মুখোমুখি হবে ENG বনাম SA। লন্ডনের লর্ডসে (Lord's, London) আয়োজিত হয়েছে এই ম্যাচ। এই সিরিজে দক্ষিণ আফ্রিকা ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে। লিডসে আয়োজিত সেই ম্যাচে মাত্র ১৩১ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। তাদের কোন ব্যাটসম্যানই ছন্দ খুঁজে না পাওয়ায় আজ তারা দ্রুত ঘুরে দাঁড়াতে মরিয়া হবে। কারণ আজ হারলে ঘরের মাঠে সিরিজ হারবে তারা। অন্যদিকে, প্রোটিয়ারা সাত উইকেটের জয়ে বেশ আত্মবিশ্বাসী। বাভুমার নেতৃত্বে দল আজ লর্ডসেও জয়ের ধারা বজায় রাখতে চাইবে। আগের ম্যাচের মতো সিরিজ জেতার লক্ষ্যে অনেকটাই নির্ভর করবে বোলারদের ওপর। ENG vs SA 2nd ODI Winning Prediction: ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা, দ্বিতীয় ওয়ানডে ম্যাচে জয়ী হবে কোন দল? কি বলছে Winning Prediction
ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা, দ্বিতীয় ওয়ানডে ম্যাচ
Time to bounce back at the @HomeOfCricket! 💪 pic.twitter.com/ai0Kvjq9tj
— England Cricket (@englandcricket) September 4, 2025
ইংল্যান্ডের স্কোয়াডঃ জেমি স্মিথ, বেন ডাকেট, জো রুট, হ্যারি ব্রুক (অধিনায়ক), জস বাটলার, জ্যাকব বেথেল, উইল জ্যাকস, ব্রাইডন কার্স, জোফরা আর্চার, আদিল রাশিদ, সনি বেকার, জেমি ওভারটন, সাকিব মাহমুদ, টম ব্যান্টন, রেহান আহমেদ।
দক্ষিণ আফ্রিকার স্কোয়াডঃ এইডেন মার্করাম, রায়ান রিকেলটন (উইকেটরক্ষক), টেম্বা বাভুমা (অধিনায়ক), ট্রিস্টান স্টাবস, দেওয়াল্ড ব্রেভিস, টনি ডি জর্জি, উইয়ান মুল্ডার, করবিন বশ, কেশব মহারাজ, নান্দ্রে বার্গার, লুঙ্গি এনগিডি, সেনুরান মুথুস্বামী, ম্যাথু ব্রিৎটজকে, কোয়েনা মাফাকা, কোডি ইউসুফ, লুয়ান-ড্রে প্রিটোরিয়াস, কাগিসো রাবাডা।
ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা ওয়ানডে সিরিজের সম্প্রচার সূচি
কবে, কোথায় আয়োজিত হবে ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা, দ্বিতীয় ওয়ানডে ম্যাচ?
৪ সেপ্টেম্বর লন্ডনের লর্ডসে (Lord's, London) আয়োজিত হবে ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা, দ্বিতীয় ওয়ানডে ম্যাচ।
কখন থেকে শুরু হবে হবে ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা, দ্বিতীয় ওয়ানডে ম্যাচ?
ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা, দ্বিতীয় ওয়ানডে ম্যাচ শুরু হবে ভারতীয় সময় আজ সন্ধ্যা ৫ঃ৩০টায়।
ভারতে এবং বাংলাদেশে টিভিতে কোথায় দেখবেন ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা, দ্বিতীয় ওয়ানডে ম্যাচ?
ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা, দ্বিতীয় ওয়ানডে ম্যাচ ভারতে সম্প্রচার করা হবে সোনি স্পোর্টস নেটওয়ার্কে (Sony Sports Network)।
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা, দ্বিতীয় ওয়ানডে ম্যাচ
ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা, দ্বিতীয় ওয়ানডে ম্যাচ অনলাইনে ভারতে সরাসরি সম্প্রচার করা হবে ফ্যানকোড অ্যাপে (FanCode App) এবং সোনি-লিভ অ্যাপে (SonyLIV)।