England National Cricket Team vs South Africa National Cricket Team, Winning Prediction: ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দল বনাম দক্ষিণ আফ্রিকা জাতীয় ক্রিকেট দল, ওয়ানডে সিরিজ ২০২৫ (ODI 2025)-এর দ্বিতীয় ম্যাচে একে অপরের মুখোমুখি হতে চলেছে। আজ, ৪ সেপ্টেম্বর মুখোমুখি হবে ENG বনাম SA। লন্ডনের লর্ডসে (Lord's, London) আয়োজিত হয়েছে এই ম্যাচ। দুই দলই চাইবে আজ জয় নিয়ে সেরাটা দিতে। কিন্তু কি বলছে Winning Prediction? দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ানডে ম্যাচ ৭ উইকেটে জিতেছে। ওয়ানডে সিরিজে দক্ষিণ আফ্রিকার হয়ে সবচেয়ে বেশী ৮৬ রান করেছেন এইডেন মার্করাম (Aiden Markram), এছাড়া সবচেয়ে বেশী ৪ উইকেট নিয়েছেন কেশব মহারাজ (Keshav Maharaj)। অন্যদিকে, ইংল্যান্ডের জন্য শীর্ষ রান স্কোরার হলেন জেমি স্মিথ (Jamie Smith) যার নামের পাশে ৫৪ রান রয়েছে। এছাড়া শীর্ষ উইকেট শিকারী হলেন আদিল রাশিদ (Adil Rashid), যার ঝুলিতে রয়েছে ৩ উইকেট। ENG vs SA ODI Series: চোটের কারণে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেলেন টনি ডি জর্জি
ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা, সাদা বলের সিরিজ ২০২৫
The Proteas are set to take on England in what is shaping up to be an explosive white-ball tour packed with intensity, world-class battles, and unforgettable moments. 🏏🔥
Don’t miss a ball! Catch every game live on SuperSport. 📺🇿🇦#WozaNawe pic.twitter.com/V3FlTcSsEu
— Proteas Men (@ProteasMenCSA) September 1, 2025
ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা, দ্বিতীয় ওয়ানডে ম্যাচের হেড টু হেডঃ
ওয়ানডে ম্যাচে এখনও পর্যন্ত ৭২টি ম্যাচে মুখোমুখি হয়েছে ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা। এই ৭২টি ম্যাচের মধ্যে ইংল্যান্ড ৩০টি ম্যাচ জিতেছে এবং দক্ষিণ আফ্রিকা ৩৬ বার জিতেছে।
ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা, দ্বিতীয় ওয়ানডে ম্যাচের টস ভবিষ্যদ্বাণীঃ
লন্ডনের লর্ডস ব্যাটিংয়ের জন্য ভালো পিচ। লর্ডসের পিচ সাধারণত শুরুতে ব্যাটারদের বাড়তি সুবিধা দেয়, কারণ সেখানে ভালো বাউন্স এবং পেস রয়েছে। তবে, একবার বল পুরানো হলে, পেসার এবং স্পিনার উভয়ই সাহায্য পেতে পারে। ব্যাটারদের নতুন বলের স্যুইংয়ের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে। বোলাররা ভালো লাইন এবং লেন্থে বল করলে ব্যাটসম্যানরা বিপাকে পড়বে। তাই টস জয়ী অধিনায়ক এখানে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিতে পারেন।
ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা, দ্বিতীয় ওয়ানডে ম্যাচের স্কোরের ভবিষ্যদ্বাণী
প্রথম ইনিংস:২৪০-২৭৫ রান
দ্বিতীয় ইনিংস:২৫০-২৮৫ রান
ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা, দ্বিতীয় ওয়ানডে ম্যাচে আমাদের Winning Prediction
দক্ষিণ আফ্রিকা এই ম্যাচে ফেভারিট দল হিসেবে শুরু করবে। দক্ষিণ আফ্রিকা এমনিতেই আগের ম্যাচ জিতে এসেছে, এছাড়া অজিদেরও ঘরের মাঠে সিরিজ হারিয়ে তারা তাদের দলের শক্তি সবাইকে দেখিয়েছে। ইংল্যান্ডের ঘরের মাঠ হলেও দক্ষিণ আফ্রিকার দলে ভালো ব্যাটসম্যান রয়েছে যারা ইংলিশ পেসারদের দুর্বলতার সুযোগ নিতে পারবে। অন্যদিক, ইংল্যান্ডকে ব্যাট করতে নেমে ধরে খেলতে হবে বিশেষ করে স্পিনের বিপক্ষে তবেই তাদের জয়ের সম্ভাবনা রয়েছে।
Google বলছে, আজ ইংল্যান্ডের জেতার সম্ভাবনা-৫৮% এবং দক্ষিণ আফ্রিকার জেতার সম্ভাবনা-৪২%