ইংল্যান্ড সফর শুরু করেছে আয়ারল্যান্ড। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় কোনো বলই মাঠে গড়ায়নি। দুই দলই এখন নটিংহ্যামে দ্বিতীয় ওয়ানডে খেলবে। শেষবার যখন দুই দল মুখোমুখি হয়, তখন ৩২৯ রান তাড়া করতে নেমে ইংল্যান্ডকে হতভম্ব করে দিয়েছিল আয়ারল্যান্ড। ইংল্যান্ড এখনও হেড-টু-হেড রেকর্ডে আধিপত্য বজায় রেখেছে, ১০ বার জয়ী হয়েছে এবং আয়ারল্যান্ড দু'বার জিতেছে। নিউজিল্যান্ডকে ওয়ানডে সিরিজে ৩-১ ব্যবধানে হারিয়েছে ইংল্যান্ড। বিশ্বকাপের স্কোয়াডে থাকা ১৫ জনের সবাইকে বিশ্রাম দিয়েছে আয়োজক দল। শুধু প্রথম ওয়ানডেতে জো রুটকে ছাড়া বাকিদের বিশ্রাম দেওয়া হয়। জ্যাক ক্রলি, যিনি তার চতুর্থ ওয়ানডে খেলছেন, তিনি ইংলিশদের নেতৃত্ব দেবেন। আয়ারল্যান্ড ওয়ানডেতে তেমন কিছু ভালো অবস্থানে নেই, বিশ্বকাপ বাছাইপর্ব থেকে আগেই ছিটকে গিয়ে ভারতে মূল পর্বে খেলার সুযোগ আগেই হারিয়েছে তাঁরা। পুরোদস্তুর দল থাকলেও ছন্দ তাদের দলে নেই। BAN vs NZ 2nd ODI Live Streaming: বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড দ্বিতীয় ওয়ানডে, সরাসরি দেখবেন যেখানে (ভারত এবং বাংলাদেশ)
MATCH DAY
Ireland tour of England 2023
2nd ODI
🏟️: Nottingham
🕜: 3:30 PM IST#ENGvIRE #England #Ireland pic.twitter.com/UF64MwTeyK
— Square Sports Cricket (@squarescricket) September 23, 2023
ইংল্যান্ড বেন ডাকেট, জ্যাক ক্রলি (অধিনায়ক), ফিলিপ সল্ট (উইকেটরক্ষক), স্যাম হেইন, টম কোহলার-ক্যাডমোর, উইল জ্যাকস, ব্রাইডন কার্সে, রেহান আহমেদ, লুক উড, টম হার্টলি, ম্যাথু পটস, জর্জ স্ক্রিমশ, জেমি স্মিথ।
আয়ারল্যান্ড পল স্টার্লিং (অধিনায়ক), অ্যান্ড্রু বালবির্নি, লরকান টাকার (উইকেটরক্ষক), হ্যারি টেক্টর, গ্যারেথ ডেলানি, জর্জ ডকরেল, কার্টিস ক্যাম্পার, ক্রেইগ ইয়াং, অ্যান্ডি ম্যাকব্রাইন, ব্যারি ম্যাককারথি, জশুয়া লিটল, মার্ক অ্যাডেয়ার, থিও ভ্যান ওয়েরকম, নীল রক, গ্রাহাম হিউম।
কবে, কোথায় আয়োজিত হবে ইংল্যান্ড বনাম আয়ারল্যান্ড দ্বিতীয় ওয়ানডে ম্যাচ?
২৩ সেপ্টেম্বর নটিংহ্যামের ট্রেন্ট ব্রিজে (Trent Bridge, Nottingham) দ্বিতীয় ওয়ানডে ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ড ও আয়ারল্যান্ড।
কখন থেকে শুরু হবে ইংল্যান্ড বনাম আয়ারল্যান্ড দ্বিতীয় ওয়ানডে ম্যাচ?
ইংল্যান্ড বনাম আয়ারল্যান্ড দ্বিতীয় ওয়ানডে ম্যাচ শুরু হবে ভারতীয় সময় দুপুর ৩ঃ৩০টেয়।
জেনে নিন টিভিতে কোথায় দেখবেন ইংল্যান্ড বনাম আয়ারল্যান্ড দ্বিতীয় ওয়ানডে ম্যাচ
সরাসরি টিভিতে ইংল্যান্ড বনাম আয়ারল্যান্ড দ্বিতীয় ওয়ানডে ম্যাচ ভারত দেখবেন সোনি স্পোর্টসে।
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন ইংল্যান্ড বনাম আয়ারল্যান্ড দ্বিতীয় ওয়ানডে ম্যাচ
সরাসরি অনলাইনে দেখতে পাবেন সোনি লিভ (Sony Liv) এবং ফ্যানকোড অ্যাপে।