আজ ৩ আগস্ট বৃহস্পতিবার দেওধর ট্রফি ২০২৩-এর ফাইনাল। দক্ষিণাঞ্চল ও পূর্বাঞ্চলের মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হবে পুদুচেরির সিকেম গ্রাউন্ডে। দক্ষিণাঞ্চল গ্রুপ পর্বে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে অন্যদিকে, পূর্বাঞ্চল গ্রুপ পর্বে কেবলমাত্র দক্ষিণাঞ্চলের কাছে হেরে দ্বিতীয় স্থানে রয়েছে। দেওধর ট্রফি ২০২৩-এর গ্রুপ পর্বের শেষ ম্যাচে মধ্যাঞ্চলের বিরুদ্ধে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় দক্ষিণাঞ্চল। প্রথম ইনিংসের ৫০ ওভারে যশ দুবের হাফসেঞ্চুরিতে ৯ উইকেটে ২৬১ রান তুলতে সক্ষম হয় দক্ষিণাঞ্চলের ব্যাটসম্যানরা। দক্ষিণাঞ্চলের হয়ে সবচেয়ে সফল বোলার মোহিত রেডকার ৩ উইকেট এবং একটি করে উইকেট নেন ভি কৌশিক ও অর্জুন তেন্ডুলকর। রান তাড়া করতে নেমে দক্ষিণাঞ্চলের ব্যাটসম্যানদের কোনও অসুবিধা হয়নি ৪৮.২ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় তারা। দক্ষিণাঞ্চলের ইনিংসের প্রধান কারিগর ছিলেন সাই সুদর্শণ, যিনি দুরন্ত শতরান করেন। চোট পাওয়া দেবদত্ত পাড়িক্কলের জায়গায় মাত্র দু'একটা ম্যাচ আগেই একাদশে সুযোগ পেয়েছিলেন সুদর্শণ। Riyan Parag: দেওধরে পাঁচ দিনের মধ্যে দ্বিতীয় সেঞ্চুরি রিয়ান পরাগ, এবার পশ্চিমাঞ্চলের বিরুদ্ধে ৬৮ বলে
দেওধর ট্রফির গ্রুপ পর্বের শেষ ম্যাচে পশ্চিমাঞ্চলের বিরুদ্ধে মাঠে নামে পূর্বাঞ্চল। খেলায় পূর্বাঞ্চল টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। রিয়ান পরাগের বীরত্বের সৌজন্যে স্কোরবোর্ডে একবার বিশাল স্কোর করে তারা। পরাগ তাঁর ইনিংসে ছিল ৬টি বাউন্ডারি ও ৫টি ছক্কা। নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩১৯ রানে ইনিংস শেষ করে পূর্বাঞ্চল। জবাবে পশ্চিমাঞ্চল ৩৪ ওভারে ১৬২ রানে গুটিয়ে যায়। ম্যাচে ৫ উইকেট নিয়ে পূর্বাঞ্চলের জয়ে নায়ক মণিশঙ্কর মুরাসিং। উৎকর্ষ সিং ৩টি এবং আকাশ দীপ ও শাহবাজ আহমেদ একটি করে উইকেট নেন।
All in readiness for the #DeodharTrophy Final 🏆
📍Puducherry
South Zone 🆚 East Zone
Who do you reckon will win this 🤔 #Final pic.twitter.com/5CcXs5SAAg
— BCCI Domestic (@BCCIdomestic) August 2, 2023
পূর্বাঞ্চল: অভিমন্যু ঈশ্বরন, উৎকর্ষ সিং, বিরাট সিং, ঋষভ দাস, সৌরভ তিওয়ারি (অধিনায়ক), রিয়ান পরাগ, কুমার কুশাগ্র (উইকেটকিপার), শাহবাজ আহমেদ, আকাশ দীপ, মণিশঙ্কর মুরাসিং, মুখতার হুসেন, শুভ্রাংশু সেনাপতি, সুদীপ কুমার ঘরামি, অভিষেক পোড়েল, অভিনভ চৌধুরী।
দক্ষিণাঞ্চল: রোহান কুন্নুম্মাল, ময়ঙ্ক আগরওয়াল (অধিনায়ক), সাই সুদর্শণ, এন জগদীশন (উইকেটকিপার), রোহিত রায়ডু, ওয়াশিংটন সুন্দর, সিজোমন জোসেফ, মোহিত রেডকর, অর্জুন তেন্ডুলকর, ভাসুকি কৌশিক, বিজয়কুমার বৈশাখ, রবিশ্রীনিবাসন সাই কিশোর, দেবদত্ত পাড়িক্কল, বিদওয়াথ কাভেরাপ্পা, রিকি ভুঁই, অরুণ কার্তিক।
কখন থেকে শুরু হবে পূর্বাঞ্চল বনাম দক্ষিণাঞ্চল, দেওধর ট্রফি ফাইনাল?
পূর্বাঞ্চল বনাম দক্ষিণাঞ্চল, দেওধর ট্রফির ফাইনাল ম্যাচ শুরু হবে ভারতীয় সময় দুপুর ১ঃ৩০টায়।
জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন পূর্বাঞ্চল বনাম দক্ষিণাঞ্চল, দেওধর ট্রফি ফাইনাল?
পূর্বাঞ্চল বনাম দক্ষিণাঞ্চল, দেওধর ট্রফি ফাইনাল ভারতে টেলিভিশনে সম্প্রচার করা হবে না।
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন পূর্বাঞ্চল বনাম দক্ষিণাঞ্চল, দেওধর ট্রফি ফাইনাল?
পূর্বাঞ্চল বনাম দক্ষিণাঞ্চল, দেওধর ট্রফি ফাইনাল অনলাইনে সরাসরি সম্প্রচার করা হবে বিসিসিআই অ্যাপে।