Rubel Hossain & Hasan Mahmud (Photo Credit: @CryptoApMiner/ X)

Durbar Rajshahi vs Khulna Tigers Toss Update: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১৫তম ম্যাচে দুরবার রাজশাহী মুখোমুখি হয়েছে খুলনা টাইগার্স। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটির আগে হয়ে গিয়েছে টস। যেখানে টসে জিতে দরবার রাজশাহীর বিপক্ষে বোলিং করবে খুলনা টাইগার্স। এই ম্যাচে দুই দলই বিপরীত ভাগ্য নিয়ে মাঠে নেমেছে। যেখানে দরবার রাজশাহী একের পর এক হার কাটিয়ে ঘুরে দাঁড়াতে চাইছে, অন্যদিকে খুলনা টাইগার্স তাদের সাম্প্রতিক জয়ের পরে প্রচুর আত্মবিশ্বাসের সঙ্গে মাঠে নেমেছে। আজকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের আবহাওয়া বেশিরভাগ সময় রৌদ্রোজ্জ্বল। তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে, যা ক্রিকেটের জন্য আদর্শ। পিচটি স্পিন বোলারদের পক্ষে থাকবে বলে আশা করা হচ্ছে এবং ম্যাচটি যত এগোবে, ব্যাটসম্যানদের পক্ষে অবাধে রান করা আরও চ্যালেঞ্জিং হয়ে উঠবে। BPL 2025 Live Streaming: দরবার রাজশাহী বনাম খুলনা টাইগার্স, বিপিএল ২০২৫; সরাসরি দেখুন ভারত এবং বাংলাদেশে

দরবার রাজশাহী বনাম খুলনা টাইগার্স টস আপডেট

দরবার রাজশাহীর একাদশঃ মোহাম্মদ হ্যারিস, জিশান আলম, আনামুল হক (অধিনায়ক), ইয়াসির আলী, রায়ান বার্ল, আকবর আলী (উইকেটরক্ষক), সোহাগ গাজী, মৃত্যুঞ্জয় চৌধুরী, তাসকিন আহমেদ, শফিউল ইসলাম, এস এম মেহেরব।

খুলনা টাইগার্সের একাদশঃ মোহাম্মদ নাঈম, ইমরুল কায়েস, উইলিয়াম বসিস্তো, আফিফ হোসেন, মেহদি হাসান মিরাজ (অধিনায়ক), মাহিদুল ইসলাম আনকন (উইকেটরক্ষক), মোহাম্মদ নওয়াজ, নাসুম আহমেদ, আবু হায়দার রনি, সালমান ইরশাদ, হাসান মাহমুদ।