Virat Kohli Tweet: ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলি (Virat Kohli) ফের আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে অস্ট্রেলিয়ায় পৌঁছানোর কয়েক ঘণ্টা পরে এক রহস্যময় পোস্ট করেন বিরাট। খুব কম ব্যক্তিগত আপডেট শেয়ার করার জন্য পরিচিত কোহলি ১৬ অক্টোবর পার্থে পৌঁছানোর পরে এই পোস্ট করে সকাল সকাল সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলে দেন। নেটিজেন থেকে শুরু করে তার আইপিএল দল আরসিবি (RCB) পর্যন্ত সবাই যা তার ওয়ানডে ভবিষ্যৎ নিয়ে ব্যাপক জল্পনা শুরু করে। ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে কি বিরাটকে দেখা যাবে সেই নিয়ে নানা আলোচনা শুরু হয়ে যায় কিন্তু আদেও কি বিরাট এটাই বলতে চেয়েছেন? আসল ঘটনা সেটা নয়, বিরাট তার ব্যক্তিগত জীবন নয় তার নিজস্ব ব্র্যান্ড Wrogn-এর নতুন জুতোর প্রমোশনের জন্য এই পোস্ট করেন। Virat Kohli Anushka Sharma: নিউজিল্যান্ডের ক্যাফে থেকে বের করে দেওয়া হয় বিরাট-অনুষ্কাকে, জানালেন জেমিমা রড্রিগেজ
বিরাটের যে পোস্টকে ঘিরে জল্পনা, দেখুন তার আসল কারণ
Failure teaches you what victory never will. @staywrogn #StayWrogn pic.twitter.com/Uinsn3vv2s
— Virat Kohli (@imVkohli) October 16, 2025
ওয়ানডে থেকে অবসর নিচ্ছেন বিরাট কোহলি?
সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটারদের একজন কোহলি ভারতের হয়ে ২০২৫ সালের ৯ মার্চ দুবাইয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ ওয়ানডে ম্যাচ খেলেন। সেই ম্যাচে তিনি দুটি বলে ১ রান করেন। তবে কোহলি ওয়ানডেতে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহকের স্থান অর্জন থেকে ৫৪ রান দূরে আছেন। তিনি ভারতের এবং অস্ট্রেলিয়ার মধ্যে আসন্ন সিরিজে অনেক ব্যাটিং রেকর্ড ভাঙার সুযোগ পাবেন। কোহলি ভারতের সবচেয়ে সফল টেস্ট অধিনায়ক এবং ব্যাটসম্যান ছিলেন। তবে নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভালো করতে না পারায় ২০২৫ সালের ১২ মে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন। এর আগে টি২০ বিশ্বকাপ জিতে সেই ফরম্যাট থেকেও অবসর নেন। কোহলি এখন শুধু ওয়ানডে ফরম্যাট খেলেন। এদিকে ওয়ানডে ফরম্যাট ক্রিকেটে অনেক কমে গেছে। সারা বছর ৫-৬টা ওয়ানডে ম্যাচ খেলে যে কোনও দেশ, সেক্ষেত্রে বিরাট যদি চান তাহলে তিনি ২০২৭ বিশ্বকাপ অবধি খেলা চালিয়ে যেতে পারেন তবে সবটাই তার নিজের ইচ্ছের ওপর নির্ভর করবে।
বিরাট কোহলির ব্র্যান্ড Wrogn
বিরাট কোহলির ফ্যাশন ব্র্যান্ডের নাম WROGN। ২০১৪ সালে অঞ্জনা ও বিক্রম রেড্ডির প্রতিষ্ঠিত WROGN লাইফস্টাইল এবং ফ্যাশনে এক নামকরা ব্র্যান্ড যা এখন বিরাটের। এই ব্র্যান্ড জামা এবং জুতোর জন্যই পরিচিত। সম্প্রতি এই ব্র্যান্ড শিরোনামে আসে বড় লোকসানের জন্য। ক্রিকেট থেকে দূরে থেকে বিরাট এখন সপরিবারে লন্ডনে থেকে নিজের ব্র্যান্ডকে আবার জনপ্রিয় করার চেষ্টা করছেন, সেই কারণে তিনি সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট করেন।