আইপিএল-র আগে করোনা আক্রান্ত আরও এক ক্রিকেটার। এবার করোনা (COVID-19) আক্রান্ত রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ওপেনার দেবদূত পাদিক্কাল (Devdutt Padikkal)। তিনি আইসোলেশনে রয়েছেন। এনিয়ে আইপিএল-র আগে মোট তিনজন ক্রিকেটার করোনা আক্রান্ত হলেন। শনিবার, দিল্লি ক্যাপিটালস-র স্পিনার অক্সার প্যাটেল করোনাভাইরাসে আক্রান্ত হন। দিল্লি শিবির মুম্বাইয়ে থাকলেও আরসিবি-র ক্রিকেটাররা চেন্নাইতে আছেন। ৯ এপ্রিল মুম্বই ইন্ডিয়ান্সের বিপক্ষে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ খেলবেন তাঁরা।

২০ বছর বয়সী পাদিক্কাল সদ্য সমাপ্ত বিজয় হাজারে ট্রফিতে নিজের ঘরোয়া দল কর্নাটকের হয়ে দুর্দান্ত পারফর্ম করেছেন। দ্বিতীয় সর্বোচ্চ রান করার রেকর্ড করেছেন। ৭টি ম্যাচে ৭৩৭ রান করেছেন তিনি। এর আগে, কলকাতা নাইট রাইডার্সের নীতীশ রানাও করোনাভাইরাসে আক্রান্ত হন। তবে এই সপ্তাহের শুরুতে বৃহস্পতিবার তাঁর রিপোর্ট নেগেটিভ আসে। আরও পড়ুন: Axar Patel COVID-19 Positive: আইপিএলের আগে করোনায় আক্রান্ত দিল্লি ক্যাপিটালসের অলরাউন্ডার অক্ষর প্যাটেল

জানা যাচ্ছে, চেন্নাই সুপার কিংসের মিডিয়া কনটেন্ট দলেও একজন করোনা আক্রান্ত। এছাড়াও মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামের ৮ জন গ্রাউন্ডস্টাফও করোনায় আক্রান্ত।