নতুন দিল্লি, ২৪ নভেম্বর: মাল্টি অরগ্যান ফেলিওর হয়ে প্রয়াত ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনির মেন্টর দেবল সহায় (Deval Sahay)। রাঁচির ঘাসের পিচে ধোনিকে প্রস্তুত করার নেপথ্যে ছিলেন এই দেবল সহায়। ঝাড়খণ্ড শহরের এক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন দেবল সহায়। ৭৩ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। রেখে গেলেন স্ত্রী, পুত্র ও কন্যাকে। তীব্র শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। করোনা আক্রান্ত ছিলেন তিনি। গত ৯ অক্টোবর হাসপাতাল থেকে ছাড়া পান তিনি। দেবল সহায় আসলে ডিওব্রাট। তবে তিনি দেবল নামেই সমধিক পরিচিত। রাঁচি থেকে দেবল সহায়ের ছেয়ে অভিনব অক্ষয় সহায় সংবাদ সংস্থা আইএএনএস-কে জানিয়েছে, হাসপাতাল থেকে ফেরার পর ১০ দিন বাডিতে ছিলেন। আরও পড়ুন-Winter In West Bengal: মরশুমের প্রথম শীতে কাঁপছে বাংলা, দক্ষিণবঙ্গে পারদ পতন অব্যাহত
ফের তিনি শারীরিকভাবে অসুস্থ হতে শুরু করায় হাসপাতালে ভর্তি করা হয়। এদিন ভোর তিনটে নাগাদ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দেবল সহায়ের মেয়ে মিনাক্ষী আমেরিকায় থাকেন। তবে বাবার অসুস্থতার কারণে আপাতত রাঁচিতেই রয়েছেন তিনি। আজ রাঁচিতেই বেলা একটার সময় তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। সহায় একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়র। সবুজ ঘাসের পিচ তৈরিতে তিনিই ছিলেন সিদ্ধহস্ত। সেন্ট্রাল কোল ফিল্ডস লিমিটেডের প্রধান ইঞ্জিনিয়র ছিলেন। এখান তিনি ডিরেক্টরও হন। এবং ডিরেক্টর হিসেবেই অবসর নেন তিনি। সিসিএল-এ থাকার সময় তরুণ ধোনিকে হায়ার করেছিলেন দেবল সহায়। এবং এখানেই তিনি ধোনির জন্য ঘাসের পিচে খেলার ব্যবস্থা করেন তিনি। ‘M.S. Dhoni: The Untold Story’, ধোনির জীবনী মূলক বলিউড ছবিতে দেবল সহায়ের চরিত্রটি ছিল।