আজ বুধবার বাগদত্তা জয়া ভরদ্বাজকে (Jaya Bhardwaj) বিয়ে করছেন ভারতীয় দলের ক্রিকেটার দীপক চাহার (Deepak Chahar Wedding) ৷ আগ্রায় জেপি হোটেলে এই বিয়ের আসর বসেছে৷ মঙ্গলবার ছিল দীপক-জয়ার সংগীতের অনুষ্ঠান ৷ সেই অনুষ্ঠানের ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেন দীপক চাহারের খুড়তুতো ভাই তথা আরেক ভারতীয় ক্রিকেটার রাহুল চাহার ৷
বুধবার রাত ৯টা নাগাদ বিয়ের অনুষ্ঠান শুরু হবে। সিএসকে অধিনায়ক এমএস ধোনি তাঁর স্ত্রী সাক্ষীকে নিয়ে বিয়েতে উপস্থিত থাকতে পারেন। দীপক চাহারের বিয়ের জন্য আগ্রার জেপি প্যালেস হোটেলের পুরোটাই বুক করা হয়েছে। বিয়েতে উপস্থিত থাকার জন্য ৬০ জন ক্রিকেটারকে আমন্ত্রণ জানানো হয়েছে। বিয়ের অনুষ্ঠানের থিম রাখা হয়েছে ‘দ্য রয়্যাল গ্র্যান্ডিউর’। আরও পড়ুন: French Open 2022: শোধ তুলে জকোভিচকে হারিয়ে সেমিতে নাদাল, লাল সুঁড়কির কোর্টে রাফা রাজা অব্যাহত
দীপকের সংগীতের অনুষ্ঠানের ছবি:
Local boy, #India Cricketer #Deepakchahar (@deepak_chahar9) to Wed #JayaBhardwaj today at Jaypee hotel in Taj city. pic.twitter.com/iyBlA2Jh3L
— IANS (@ians_india) June 1, 2022
বিয়ের অনুষ্ঠানে দীপক এবং জয়ার পরিবারের সদস্যরা ছাড়াও দুই পরিবারের নিকট আত্মীয় এবং ঘনিষ্ঠ বন্ধুবান্ধবরা উপস্থিত থাকবেন ৷ দীপক ও জয়ার রিসেপশন অনুষ্ঠানটি হবে দিল্লির আইটিসি মৌর্য হোটেলে। ওই দিন ভারতীয় দলের বেশিরভাগ ক্রিকেটারকে দেখা যেতে পারে।