প্যারিস, ১ জুন: লাল সুঁড়কির কোর্টে তিনি অপ্রতিরোধ্য, অজেয়, শেষ কথা। সেটা আবারও প্রমাণ করলেন রাফায়েল নাদাল (Rafael Nadal)। গত বছর ফরাসি ওপেনের নোভাক জকোভিচের কাছে সেমিফাইনালে হারের মধুর প্রতিশোধ এবার কোয়ার্টার ফাইনালে তুলে নিলেন স্পেনের কিংবদন্তি টেনিস তারকা। ফরাসি ওপেনে (Frenche Open Tennis 2022) সেমিফাইনালে ওঠার ম্যাচে জকোভিচকে চার সেটের লড়াইয়ে নাদাল হারালেন ৬-২, ৪-৬, ৬-২, ৭-৬ (৭-৪)। ম্যাচের ফল দেখে মনে হবে নাদালের জয় কিছুটা সহজই হয়েছে। কিন্তু দুটো সেট ৬-২, ৬-২ জিতলেও পুরো ম্যাচে দারুণ লড়াই হয়েছে। শেষ অবধি চতুর্থ সেট টাইব্রেকারে বের করে নেন রাফা।
টিকা বিতর্কের পর এই প্রথম গ্র্যান্ডস্লাম খেলতে নামা জকোভিচকে বেশ কিছু ক্ষেত্রে নড়বড়ে দেখিয়েছে। গত বছর চারটি গ্র্যান্ডস্লাম খেলে নজির গড়া জকোভিচ এখন আগের ছন্দে ফিরতে অনেকটা দূরে, তা এদিদন পরিষ্কার হয়ে যায়। তবে সব কৃতিত্বই রাফার। চোট নিয়ে চলতি ফরাসি ওপেনে নেমে রাফা প্রমাণ করলেন লাল সুঁড়কির কোর্টটা তাঁরই। যে দিকে এবারের ফরাসি ওপেন চলেছে তাতে এরপর ক্লে কোর্টের গ্র্যান্ডস্লামে তাঁর ১৪তম খেতাবটা হাতে তুলতে বিশেষ কষ্ট হওযার কথা নয়। যদিও পরপর দু লম্বা ম্যাচ খেলে ক্লান্ত হয়েই সেমিতে নামবেন ২১ গ্র্যান্ডস্লামের মালিক রাফা। এটাও অবশ্য ঠিক ফরাসি ওপেনে ক্লান্ত হন না তিনি। আরও পড়ুন: কোরিয়ার কাছে আটকে এশিয়া কাপে ফাইনালে ওঠার লড়াই থেকে ছিটকে গেল ভারত
দেখুন টুইট
NADAL WINS! #RolandGarros pic.twitter.com/QYPz8NCuqI
— Roland-Garros (@rolandgarros) May 31, 2022
সেমিফাইনালে নাদালের সামনে এবার জার্মানির আলেকজান্দার জেভেরেভ। টোকিও অলিম্পিকে সোনাজয়ী জেভেরেভ হারান স্পেনের বিষ্ময় প্রতিভা কার্লোস আলকারাজ গার্ফিয়াকে। যে আলকারাজ ফরাসি ওপেন শুরুর আগে এক টুর্নামেন্টে পরপর দুটো ম্যাচে নাদাল ও জকোভিচকে হারিয়ে সাড়া ফেলে দিয়েছিলেন।