Cricket in LA Olympics 2028: আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (International Olympic Committee) নিশ্চিত করেছে যে ১২৮ বছর পর প্রথমবারের মতো অলিম্পিক গেমসে ক্রিকেট ফিরে আসছে। পুরুষ এবং মহিলা দুই ইভেন্টে ছয়টি দল অংশ নেবে। ২০২৮ সালে লস অ্যাঞ্জেলেসে আয়োজিত বিশ্বের সবচেয়ে বড় এই ইভেন্ট টি-টোয়েন্টি ফরম্যাটে আয়োজিত হবে। লস অ্যাঞ্জেলেস অলিম্পিক ২০২৮ (LA Olympics 2028)-এ ক্রিকেট ছাড়া আরও চারটি নতুন খেলা জায়গা করে নিয়েছে। সেগুলি হল স্কোয়াশ, ফ্ল্যাগ ফুটবল, বেসবল/সফটবল এবং ল্যাক্রোস। অলিম্পিকে ক্রিকেটে দল কীভাবে বাছাই করা হবে সেটা এখনও ফাইনাল করা হয়নি। টেস্ট এবং ওয়ানডে ফরম্যাটে ১০-১২টি দেশ অংশ নিলেও টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেট প্রায় ১০০টি দেশ অংশ নেয়। সেই কারণে বাছাইপর্ব প্রক্রিয়াটি বেশ বড় চ্যালেঞ্জ হতে চলেছে। তবে আয়োজক হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি টুর্নামেন্টে খেলার সুযোগ পেতে পারে বলেও কিছু রিপোর্ট দাবি করেছে। ISSF World Cup 2025: আর্জেন্টিনায় পিস্তল শুটিংয়ে সোনা জয় সুরুচি সিং, বিজয়বীর সিধুর; পদকহীন মানু ভাকের
লস অ্যাঞ্জেলেস অলিম্পিক ২০২৮-এ ক্রিকেটের নিয়ম
🚨 LA OLYMPICS 2028 UPDATE 🚨
- Cricket to have 6 Teams in Men's and Women's
- Tournament to be played in T20 Format
- USA and other 5 Teams can play the Olympics
- Teams can name 15 Players for the Mega Event
📷 ICC pic.twitter.com/0Ifn2RRHMX
— CricketGully (@thecricketgully) April 10, 2025
লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের ইভেন্ট প্রোগ্রামে এই নিয়ে গতকাল (৯ এপ্রিল) আলোচনা হয়। ২০২৮ গেমসে মোট ৩৫১টি পদক ইভেন্ট অনুষ্ঠিত হবে। প্যারিস অলিম্পিকের চেয়ে এই ইভেন্ট সংখ্যা ২২টি বেশি। যদিও মূল অ্যাথলিটের কোটা ১০,৫০০ জনের রয়েছে তবে পাঁচটি নতুন খেলা যোগ হওয়ায় অতিরিক্ত ৬৯৮ জন অ্যাথলিটের জন্য জায়গা বরাদ্দ করা হয়েছে বলে আইওসি (IOC) জানিয়েছে।
বিভিন্ন বিশ্ব ইভেন্টে ফিরেছে ক্রিকেট
সম্প্রতি অনেক বিশ্ব ফরম্যাটে ফিরেছে ক্রিকেটের। ভারতের জনপ্রিয় এই খেলার পুনরুত্থান শুরু হয় বার্মিংহামে ২০২২ কমনওয়েলথ গেমসে (2022 Commonwealth Games, Birmingham)। এই ইভেন্টে প্রথমবারের মতো মহিলা ক্রিকেট ম্যাচ আয়োজিত হয়। যেখানে অস্ট্রেলিয়া সোনা জিতে নেয় এবং ভারতের ভাগ্যে আসে রূপো। এরপর হাংঝুতে আয়োজিত ২০২৩ এশিয়ান গেমসে (2023 Asian Games), ১৪টি পুরুষ দল এবং ৯টি মহিলা দল অংশ নেয়। সেখানে ভারত দুই বিভাগেই সোনা জিতে নেয়। লস অ্যাঞ্জেলেস গেমসে ক্রিকেটকে আনার প্রক্রিয়া ২০২১ সালের আগস্টে শুরু হয়। এরপর আইসিসি এবং এলএ২৮ আয়োজক কমিটির প্রচেষ্টা শুরু হয় যা ২০২৩ সালের অক্টোবরে শেষ হয়। সেই সময় ক্রিকেটকে আনুষ্ঠানিকভাবে পাঁচটি নতুন খেলার একটি হিসাবে করা হয়। অবশেষে বিষয়টি এখন নিশ্চিত হয়েছে,