(Photo Credits: Twitter @BCBTigers)

বাংলাদেশ প্রেমিয়ার লীগে (Bangladesh Premier League) আজ মুখোমুখি হচ্ছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স (Chattogram Challengers) ও রংপুর রেঞ্জার্স (Rangpur Rangers)। ম্যাচটি চট্টটগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে (Zahur Ahmed Chowdhury Stadium) অনুষ্ঠিত হবে। এটি টুর্নামেন্টের ১৬ তম ম্যাচ। প্রেমিয়ার লীগের পয়েন্টস টেবিলের একেবারে শীর্ষে রয়েছ চট্টগ্রাম। অন্যদিকে রংপুর রেঞ্জার্স রয়েছে সবচেয়ে নীচে রয়েছে। ক্রিকেট ভক্তরা চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও সিলেট থান্ডার্সের প্রথম ম্যাচের লাইভ স্ট্রিমিং সম্পর্কিত অন্যান্য খবর বিশদে পেতে চাইলে স্ক্রোল ডাউন করে একবার প্রতিবেদনটি পড়ে ফেলুন।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সরা এ পর্যন্ত ৬টি ম্যাচ খেলেছে। যার মধ্যে তারা ৫টিতে জিতেছে। খুলনা টাইগার্সের কাছে তারা ৮ উইকেটে হেরেছে। অন্যদিকে এখনও পর্যন্ত ৪টি ম্যাচ খেলেছে রংপুর। যদিও ৪টি ম্যাচই হেরেছে তারা। আরও পড়ুন: Sourav Ganguly: সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে বিশেষ কিছুই জানেন না, তাই শান্তি বজায় রাখার বার্তা দিলেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি

ম্যাচের সময় কখন জানেন?

বাংলাদেশ প্রেমিয়র লীগে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও রংপুর রেঞ্জার্সের ম্যাচ দেখতে হলে সন্ধে ৬টার মধ্যে রেডি হয়ে নিন। ভারতীয় সময় সন্ধে ৬টায় শুরু হচ্ছে খেলা। বাংলাদেশের স্থানীয় সময় সন্ধে সাড়ে ৬টায় শুরু হবে ম্যাচ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়ামে হবে এই ম্যাচ।

ম্যাচটির লাইভ টেলিকাস্ট কীভাবে দেখবেন?

ভারতে বাংলাদেশ প্রেমিয়র লীগের অফিসিয়াল সম্প্রচারক হচ্ছে ডি স্পোর্টস। তাই প্রতিবেশী দেশের প্রেমিয়র লীগ দেখতে ডি স্পোর্টসে চোখ রাখতে পারেন ভারতীয় ক্রিকেট ভক্তরা। অন্যদিকে বাংলাদেশে ক্রিকেট ভক্তরা যাঁরা চট্টগ্রামে গিয়ে খেলা দেখার সুযোগ পাচ্ছেন না তারা মাছরাঙা টেলিভিশনে চোখ রাখুন। এই টিভিই ম্যাচের সরাসরি সম্প্রচারের দায়িত্ব পেয়েছে। পাকিস্তান থেকে কেউ যদি এই ম্যাচ দেখতে চান তাহলে জিও সুপারে চোখ রাখুন। একইভাবে অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশ প্রেমিয়র লীগ দেখতে হলে চোখ রাখতে হবে ফক্স স্পোর্টসে।

বিনামূল্যে অনলাইন লাইভ স্ট্রিমিং কোথায় দেখা যাবে?

অনলাইনে বিনামূল্যে বাংলাদেশ প্রেমিয়র লীগের চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বনাম রংপুর রেঞ্জার্সের ম্যাচ দেখতে হলে ভারতীয় ক্রিকেট ভক্তরা চোখ রাখুন ফ্যানকোড-এ। কেন না এরাই অফিসিয়াল স্ট্রিমিং পার্টনার। অন্যদিকে বাংলাদেশের ক্রিকেট ভক্তদের জন্য রয়েছে গাজি টিভি বা জি-টিভি। সেখানেই দেখানো হবে সরাসরি লাইভ স্ট্রিমিং। পাকিস্তানে লাইভ স্ট্রিমিং দেখা যাবে জিও টিভিতে।