২৬ মার্চ থেকে শুরু হতে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL 2022)। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে গতবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস (CSK) এবং রানার্স-আপ কলকাতা নাইট রাইডার্স (KKR)। এই মরসুমে ১০টি টিম খেলবে আইপিএলে। এবার নতুন দুটি দল হল-লখনউ সুপার জায়ান্টস এবং গুজরাত টাইটান্স। টুর্নামেন্টের লিগ পর্ব ২২ মে পর্যন্ত চলবে এবং এতে ৭০টি ম্যাচ অনুষ্ঠিত হবে। আইপিএল মহারাষ্ট্রের চারটি স্টেডিয়াম জুড়ে খেলা হবে।
ইতিমধ্যেই, ক্রিকেট অনুরাগীরা আইপিএল ২০২২-র কোন কোন ম্যাচ দেখবেন, সেটা প্রায় ঠিক করে ফেলেছেন। ক্রিকেট ভক্তরা ফ্র্যাঞ্চাইজিগুলির অফিসিয়াল ওয়েবসাইট ছাড়াও কয়েকটি সহযোগী সংস্থার ওয়েবসাইট থেকে টিকিট কিনতে পারবেন। আরও পড়ুন: India vs Sri Lanka 2nd Test 2022: আগামীকাল শুরু হচ্ছে ভারত বনাম শ্রীলঙ্কা দ্বিতীয় টেস্ট, জেনে নিন কেমন হতে পারে দুই দলের একাদশ
টিকিট কাটার জন্য ফ্র্যাঞ্চাইজিগুলির অফিসিয়াল ওয়েবসাইট:
- Chennai Super Kings (CSK)-https://www.chennaisuperkings.com/CSK_WEB/index.html
- Delhi Capitals (DC)- https://www.delhicapitals.in/
- Punjab Kings(PBKS)- https://www.punjabkingsipl.in/
- Kolkata Knight Riders (KKR)- https://www.kkr.in/
- Mumbai Indians (MI)- https://www.mumbaiindians.com/
- Rajasthan Royals (RR)- https://www.rajasthanroyals.com/
- Royal Challengers Bangalore (RCB)- https://www.royalchallengers.com/
- Sunrisers Hyderabad (SRH)- http://www.sunrisershyderabad.in/
- Gujarat Titans- https://www.gujarattitansipl.com/
- Lucknow Super Giants- https://twitter.com/lucknowipl
এছাড়াও টিকিট বুক করা যাবে:
- BookMyShow
- Insider.in
- TicketGenie
- EventsNow
- Paytm