Close
Advertisement
 
বৃহস্পতিবার, জানুয়ারী 16, 2025
সর্বশেষ গল্প
15 minutes ago

India vs Sri Lanka 2nd Test 2022: আগামীকাল শুরু হচ্ছে ভারত বনাম শ্রীলঙ্কা দ্বিতীয় টেস্ট, জেনে নিন কেমন হতে পারে দুই দলের একাদশ

শনিবার থেকে শুরু হবে ভারত বনাম শ্রীলঙ্কা দ্বিতীয় টেস্ট (India vs Sri Lanka, 2nd Test)। এম চিন্নাস্বামী স্টেডিয়ামে (M Chinnaswamy Stadium) হবে দিন-রাতের গোলাপী বলে টেস্টটি। প্রথম টেস্টে শ্রীলঙ্কাকে দুরমুশ করেছে ভারতীয় দল। অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার দুর্দান্ত ১৭৫ রান এবং ৫ উইকেটে ভর করে শ্রীলঙ্কাকে এক ইনিংস ও ২২২ রানে হারিয়ে দেয় রোহিত শর্মারা। দ্বিতীয় টেস্টও জিতে ঘরের মাঠে লঙ্কা বাহিনীকে হোয়াইটওয়াশ করতে চাইবে তারা।

ক্রিকেট Sanjoy Patra | Mar 11, 2022 01:36 PM IST
A+
A-
India Team

শনিবার থেকে শুরু হবে ভারত বনাম শ্রীলঙ্কা দ্বিতীয় টেস্ট (India vs Sri Lanka, 2nd Test)। এম চিন্নাস্বামী স্টেডিয়ামে (M Chinnaswamy Stadium) হবে দিন-রাতের গোলাপী বলে টেস্টটি। প্রথম টেস্টে শ্রীলঙ্কাকে দুরমুশ করেছে ভারতীয় দল। অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার দুর্দান্ত ১৭৫ রান এবং ৫ উইকেটে ভর করে শ্রীলঙ্কাকে এক ইনিংস ও ২২২ রানে হারিয়ে দেয় রোহিত শর্মারা। দ্বিতীয় টেস্টও জিতে ঘরের মাঠে লঙ্কা বাহিনীকে হোয়াইটওয়াশ করতে চাইবে তারা।

পিচ রিপোর্ট: বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামের পিচ পেসারদের সাহায্য করতে পারে। তবে খেলার শেষভাগে স্পিনাররাও সাহায্য পেতে পারেন।

আবহাওয়ার পূর্বাভাস: আবহাওয়াবিদরা পূর্বাভাস দিয়েছেন যে পাঁচদিনই রোদ ঝলমলে আকাশ থাকবে। তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে এবং আর্দ্রতা বেশি হবে না।

আরও পড়ুন: India vs Sri Lanka, 2nd Test: ভারত বনাম শ্রীলঙ্কা দ্বিতীয় টেস্টে ১০০ শতাংশ দর্শক ঢোকার অনুমতি

সম্ভাব্য একাদশ:

ভারত: রোহিত শর্মা (সি), মায়াঙ্ক আগরওয়াল, হনুমা বিহারী, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল/মহম্মদ সিরাজ, মহম্মদ শামি, জসপ্রিত বুমরা।

শ্রীলঙ্কা: দিমুথ করুনারত্নে (সি), লাহিরু থিরিমান্নে, পথুম নিসাঙ্কা, চরিথ আসালাঙ্কা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, ধনঞ্জয়া ডি সিলভা, নিরোশান ডিকভেলা (উইকেটরক্ষক), সুরাঙ্গা লাকমল, বিশ্ব ফার্নান্দো, লাসিথ এমবুলদেনিয়া, লাহিরু কুমারা।

পরিসংখ্যান: ভারত ও শ্রীলঙ্কা এখনও পর্যন্ত ৪৫টি টেস্ট খেলেছে। তার মধ্যে ভারত জিতেছে ২১টি টেস্টে। শ্রীলঙ্কা জিতেছে মাত্র ৭টিতে। ১৬টি টেস্ট ড্র হয়েছে।


Show Full Article Share Now