বেঙ্গালুরু, ১০ মার্চ: শনিবার থেকে শুরু হবে ভারত বনাম শ্রীলঙ্কা দ্বিতীয় টেস্ট (India vs Sri Lanka, 2nd Test)। এম চিন্নাস্বামী স্টেডিয়ামে (M Chinnaswamy Stadium) হবে ম্যাচটি। করোনা সংক্রমণ কমে যাওয়াতে স্টেডিয়ামে ১০০ শতাংশ দর্শক ঢোকার অনুমতি দিল কর্নাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন (Karnataka State Cricket Association)। আগামীকাল থেকে শুরু হবে ভারত বনাম শ্রীলঙ্কার দিন-রাতের গোলাপী বলের টেস্ট (Pink-ball Test)। জানা গিয়েছে, টিকিটের চাহিদা বেড়ে যাওয়ার কারণেই ক্রিকেট অ্যাসোসিয়েশন রাজ্য সরকারের কাছে ১০০ শতাংশ দর্শক ঢোকানোর অনুমোদন চেয়েছিল। সেই অনুমোদন দিয়ে দিয়েছে রাজ্য সরকার।
কর্নাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন-র কোষাধ্যক্ষ বিনয় মৃত্যুঞ্জয়া জানিয়েছেন, প্রথম দুই দিনের জন্য ১০ হাজার টিকিট বিক্রি হয়ে গিয়েছে। দর্শকদের জন্য পুরো স্টেডিয়াম খুলে দেওয়ার সিদ্ধান্তের পরে টিকিটের চাহিদা বেড়েছে। তাই শুক্রবার থেকে অতিরিক্ত টিকিট বিক্রি শুরু হবে। আরও পড়ুন: Harbhajan Singh Wishes S Sreesanth Good Luck: ক্রিকেট থেকে অবসর ঘোষণায় হরভজনের শুভেচ্ছা বার্তা পেয়ে আপ্লুত শ্রীসন্থ, কী বললেন তিনি?
২০১৮ সালের জুন মাসের পর বেঙ্গালুরুতে টেস্ট ম্যাচ হতে চলেছে। চিন্নাস্বামী স্টেডিয়ামে শেষবার ওডিআই ম্যাচ হয়েছে ২০২০ সালের জানুয়ারিতে। ওই ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিল ভারতীয় দল। কলকাতায় ভারত বনাম বাংলাদেশের পর চিন্নাস্বামী স্টেডিয়ামে ভারতের মাটিতে তৃতীয় দিন-রাতের গোলাপী বলের টেস্ট খেলা হবে।