রুদ্ধশ্বাস ম্যাচে চণ্ডিগড়কে হারিয়ে সৈয়দ মুস্তাক আলি টি-২০ টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে উঠল বাংলা। এবার সেমিফাইনালে ওঠার লড়াইয়ে সুদীপ ঘরামির বাংলার প্রতিপক্ষ বরোদা অথবা দিল্লি। সোমবার প্রি কোয়ার্টার ফাইনালে বেঙ্গালুরুতে শেষ ওভারে জিততে হলে চণ্ডিগড়কে করতে হত ১১ রান। বাংলার পেসার সায়ন ঘোষ শেষ ওভারে ভাল বল করে দলকে ৩ রানে জিতিয়ে আনেন।শেষ ওভারের প্রথম ৪ বলে সায়ন মাত্র ২টি রান দেন, নেন একটি উইকেট। সেখানেই ম্যাচ জিতে যায় বাংলা। ইনিংসের ১৯ তম ওভারের সামির শেষ বলে বাউন্ডারি হাঁকিয়ে ম্যাচ জমিয়ে দিয়েছিলেন চণ্ডিগড়ের জগজিত সিং।
শেষ পর্যন্ত ২০ ওভারের শেষে চণ্ডিগড়ের স্কোর হয় ৭ উইকেটে ১৪৯। সায়ন ৩০ রান দিয়ে ৪ উইকেট নেন। ব্যাটে-বলে ভাল পারফরম্যান্স মেলে ধরেন মহম্মদ সাম। কঠিন সময়ে ব্যাট করতে নেমে সামি ১৭ বলে ৩২ রানের দারুণ ইনিংস খেলেন। দশে ব্যাট করতে নামা সামি ও আটে নামা প্রদীপ্ত প্রামাণিকের ২৪ বলে ৩০ রানের ইনিংসের সৌজন্যে নির্ধারিত ২০ ওভারে বাংলা করে ৯ উইকেটে ১৫৯ রান। ১১৩ রানে ৭ উইকেট পড়ে বিপদে ছিল বাংলা। শেষ পর্যন্ত ৩টি বাউন্ডারি ও ২ টি বাউন্ডারি হাঁকিয়ে সামি ও ৩টি বাউন্ডারি মেরে প্রদীপ্ত বাংলার রানকে লড়ার মত জায়গায় নিয়ে যান।\
কোয়ার্টার ফাইনালে বাংলা
Bengal enter quarterfinals 🙌
What a thriller! 🔥
Sayan Ghosh defends 11 off the final over to win it for Bengal 👏
They beat Chandigarh by 3 runs, defending 159.#SMAT | @IDFCFIRSTBank
Scorecard ▶️ https://t.co/u42rkbUfTJ pic.twitter.com/ZjwGJT0gh8
— BCCI Domestic (@BCCIdomestic) December 9, 2024
অভিষেক পোড়েল (৮) থেকে অধিনায়ক সুদীপ ঘরামি (০), হাবিব গান্ধী (১০) থেকে শাহবাজ আহমেদ (৭)-রা ব্যাট হাতে ব্যর্থ হন। শুরুটা ভাল করেও আউট হয়ে যান ওপেনার করণ লাল (২৫ বলে ৩৩) ও পাঁচে ব্যাট করতে নামা ঋত্বিক চ্যাটার্জি (১২ বলে ১৮)। ২১ রান দিয়ে ৪ উইকেট নেন চণ্ডিগড়ের জগজিত সিং। তবে আইপিএল তারকা সন্দীপ শর্মা কোনও উইকেট পাননি।