Happy Birthday Sourav Ganguly: ৫০-এ প্রবেশ, চিকেন-মটন ছেড়ে মাছভাতে জন্মদিন উদযাপন মহারাজের
শুভ জন্মদিন সৌরভ গঙ্গোপাধ্যায়। ( File Photo)

৪৯ বছরের জন্মদিনে বড় মাপের কোনও উদযাপনে গেলেন না বাংলার মহারাজ সৌরভ গাঙ্গুলি( Sourav Ganguly)৷ বাড়িতেই একেবারে ঘরোয়াভাবে চলছে জন্মদিনের খাওয়াদাওয়া৷ চলতি বছরের শুরুতে শারীরিক অসুস্থতা ভোগালেও এখন সুস্থই আছেন৷ তবে চিকেন, মটন খাদ্যতালিকা থেকে বাদ পড়েছে৷ বয়সকে সংখ্যা ছাড়া আর কিছু ভাবতে রাজি নন বিসিসিআই প্রেসিডেন্ট৷ মেয়ে সানা বাবার জন্মদিনের গুরু দায়িত্ব পাল করেন৷ কী কী মেন্যু হবে সব তিনিই ঠিক করেন৷ আসলে সন্তান বড় হলে তো বাবা-মায়ের জন্মদিনে তাদের উৎসাহই সবথেকে বেশি হয়৷ সৌরভের ক্ষেত্রেও সেই নিয়মের তেমন কোনও নড়চড় হচ্ছে না৷ আগে হলে এই দিনটিতে বেহালারা বীরেন রায় রোডের বাড়ির সামনে ভক্ত অনুরাগীদের ভিড় লেগে থাকত৷ আরও পড়ুন-Rachchpal Singh Dies: প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী রচপাল সিং, শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

তবে এই অতিমারীর সময় সেই ছবিটা বদলেছে৷ আগে হলে আজকের দিনে ফুল, কেক, উপহার নিয়ে ভক্তদের ভিড় লেগে থাকত গাঙ্গুলি বাড়ির সামনে৷ তবে এবার পেয়েছেন উপহার৷ স্ত্রী ডোনা রাত বারোটাতেই ফোন গিফট করেছেন তাঁকে৷ তবে সাদামাটা জীবন যাপনে অভ্যস্ত সৌরভ কখনওই জন্মদিন উপলক্ষে বিরাট উদযাপনে মাতেন না৷ আর এখন তো দুর্দিন চলছে৷ খেলা ছাড়ার পর টেলিভিশনে তাঁর বুদ্ধিদীপ্ত উপস্থাপনা ভীষণভাবেই আলোচ্য৷ আর এখন তো মানুষের পাশে দেখা যাচ্ছে মহারাজকে৷ কখনও করোনা টিকাকরণে বিরাট ভূমিকা নিচ্ছেন৷   কখনও আবার ঘূর্ণিঝড় বিধ্বস্তদের ত্রানে সহযোগিতা করছেন৷ এমন বিপর্যয় আগে দেখেননি৷   তাই মানুষের পাশে থাকার চেষ্টা সর্বোতোভাবে করে চলেছেন ভারতীয় ক্রিকেটের এই প্রাক্তন বাঁহাতি৷

যেহেতু শরীর বাদ সেধেছে৷ তাই জন্মদিনের ভূরিভোজে মাংসের বদলে মাছই থাকবে৷ এখন কম তেলের খাবারদাবারে অভ্যস্ত হয়েছেন মহারাজ৷ এদিনও তার ব্যাতিক্রম হচ্ছে না৷ তবে মেয়ে সানার পছন্দের কেক কেটেই ৫০-এ প্রবেশের সূচনা করবেন সৌরভ৷ জীবনের প্রতিদিন কোনও না কোনও রেজোলিউশন নিয়ে থাকেন৷ তাই আজ তাঁর কাছে আলাদা কিছু নয়৷ তবে জন্মদিনে কাজ করছেন না৷ কাল থেকে ফের নতুন উদ্যমে লেগে পড়বেন৷