কলকাতা, ৮ জুলাই: হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী রচপাল সিং (Rachchpal Singh)৷ বৃহস্পতিবার ভোরে হাসপাতালেই তাঁর মৃত্যু হয়৷ দীর্ঘদিন ধরে হৃদরোগের সমস্যায় ভুগছিলেন এই প্রাক্তন আইপিএস৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর৷ ১৯৭৪-এর ব্যাচ রচপাল সিং প্রশাসনিক পদে কর্মজীবন কাটানোর পর রাজনীতিতে আসেন৷ সিঙ্গুর আন্দোলন, নন্দীগ্রাম আন্দোলনে সবসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে ছিলেন তিনি৷ পরে তৃণমূলে যোগ দেন৷ ২০১১-র বিধানসভা নির্বাচনে হুগলির তারকেশ্বরে ভোটে জিতে রাজ্যের মন্ত্রী হন তিনি৷ প্রথমে পর্যটন ও পরিকল্পনা দপ্তরের দায়িত্ব সামলান৷ ২০১৬-র বিধানসভা নির্বাচনে ফের তারকেশ্বরে জিতে রাজ্য পরিবহন দপ্তরের চেয়ারম্যান পদে বসেন৷ আরও পড়ুন-Leander Paes- Mahesh Bhupathi Set To Reunite: এবার Zee 5 এ জুটি বাঁধছেন লিয়েন্ডার পেজ-মহেশ ভূপতি, কেন জানেন?
এদিন রচপাল সিংয়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তিনি বলেন, “রচপাল সিংহের মৃত্যুতে রাজনৈতিক ও প্রশাসনিক জগতে শূন্যতার সৃষ্টি হল। আমি রচপাল সিংহের পরিবার, পরিজন ও অনুরাগীদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি৷”