ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) নতুন হলেন অসমের ক্রিকেট কর্তা দেবজিৎ সাইকিয়া।এর আগে বিসিসিআইয়ের যুগ্ম সচিবের পদে ছিলেন দেবজিৎ। নতুন পদে দেবজিৎ সাইকিয়াকে নিযুক্ত করেছেন প্রেসিডেন্ট রজার বিনি। জয় শাহ ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যান হওয়ায় বিসিসিআই সচিবের পদ খালি হয়েছিল।এবার সেই জায়গায় আপাতত দায়িত্ব সামলাবেন দেবজিৎ।
বোর্ড সভাপতি রজার বিনি তাঁর সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করে বিসিসিআইয়ের ভারপ্রাপ্ত সচিব হিসাবে দেবজিৎকে নিয়োগ করেছেন। সংবিধানের সাতের এক (ডি) ধারা ব্যবহার করে তাঁকে সচিব হিসাবে কাজ চালানোর ক্ষমতা দিয়েছেন। প্রাক্তন ক্রিকেটার দেবজিৎ দীর্ঘ দিন ধরে ক্রিকেট প্রশাসনের সঙ্গে যুক্ত। বোর্ডের বর্তমান কমিটির মেয়াদ শেষ হচ্ছে আগামী বছরের সেপ্টেম্বরে। তার পর আবার নির্বাচন হবে। সেই পর্যন্ত সচিবের দায়িত্ব পালন করবেন দেবজিৎ। তবে তাঁর পুনর্নির্বাচিত হওয়ার সুযোগ থাকবে। উল্লেখ্য, ২০২২ সালে বোর্ডের যে নতুন সংবিধান তৈরি হয়েছে, তাতে সচিবকেই প্রায় যাবতীয় ক্ষমতা দেওয়া হয়েছে।
🚨 Devajit Saikia has been appointed as #BCCI acting secretary by Roger Binny
Details ➡️ https://t.co/wmfhNwiSa7#CricketTwitter pic.twitter.com/f0fxpNsP0L
— Cricbuzz (@cricbuzz) December 9, 2024