BCB President Faruque Ahmed & Tamim Iqbal (Photo Credit: @ATLife0 & @nazmussajid/ X)

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (BCB) নবনির্বাচিত সভাপতি ফারুক আহমেদ (Faruque Ahmed) বলেছেন, তামিম ইকবাল (Tamim Iqbal) আরও দুই থেকে তিন বছর খেলা চালিয়ে যান। গত বছর ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহারের পর থেকে বাংলাদেশের জাতীয় দলে অনুপস্থিত রয়েছেন তামিম। বাংলাদেশের অন্যতম সেরা ক্রিকেটার তামিম এক দশকেরও বেশি সময় ধরে জাতীয় দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তবে সম্প্রতি মূলত ফিটনেস ইস্যু ও ব্যক্তিগত সিদ্ধান্তের কারণে স্কোয়াডে তার অনুপস্থিতি তার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলেছে। যুব ও ক্রীড়া মন্ত্রকের উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে তামিমকে দেখা যাওয়ার পর তাঁর ফিরে আসা নিয়ে জল্পনা শুরু হয়েছে। বিসিবি সভাপতি হিসেবে নিজের প্রথম আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে তামিমের মাঠে ফেরার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে বাংলাদেশ ক্রিকেটে বাঁহাতি এই ব্যাটসম্যানের গুরুত্বের কথা স্বীকার করেন ফারুক। New BCB President: নাজমুল হাসান পাপনের পদত্যাগে বাংলাদেশ ক্রিকেটের নতুন সভাপতি ফারুক আহমেদ

যুব ও ক্রীড়া মন্ত্রকের উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে তামিম

স্থানীয় সংবাদমাধ্যমকে তিনি বলেন, 'তার (তামিম) সঙ্গে আমার কথা বলতে হবে। ও খুব বুদ্ধিমান ছেলে। আমি মনে করি, সে বাংলাদেশের অন্যতম সেরা। ব্যক্তিগতভাবে, আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন, আমি চাই সে আরও দুই-তিন বছর খেলুক। কিন্তু আমি এটা চাইছি তার মানে এই নয় যে এটা ঘটবে। আমাদের দেখতে হবে তার ফিটনেস কেমন।' তামিমের ফিটনেস বিবেচনা এবং খেলোয়াড় ও মেডিকেল টিমের সঙ্গে আলোচনা করেই যে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান ফারুক। খেলা থেকে সরে দাঁড়ালে তামিমের সম্ভাব্য ভবিষ্যতের ইঙ্গিতও দিয়েছেন ফারুক। তিনি এই প্রসঙ্গে বলেন, 'এসব বিষয়ে সংশ্লিষ্ট বিভাগ কী ফরম্যাট দেখছে, তা আমাদের দেখতে হবে। টেস্ট কঠিন হতে পারে, কিন্তু ওয়ানডে হলে ভালো। সে যাই করুক না কেন, খেলতে পারলে ভালো, খেলতে না পারলেও। তার নেতৃত্বের গুণ রয়েছে এবং তার মতো ছেলেরা যদি (বোর্ডে) আসে তাহলে আমরা ভালো কিছু করতে পারব।'

তামিমকে খেলতে দেখতে ইচ্ছুক বিসিবি প্রধান