Bangladesh captain Nazmul Hossain Shanto dedicates historic Test win over Pakistan to the students who lost their lives in the anti-quota movement. (Photo Credits: @BCBtigers/X)

রাওয়ালপিন্ডি, ২৫ অগাস্ট: চোখেমুখ ধরা পড়ছে অবিশ্বাস। একেবারে অপ্রত্যাশিত জয়। একেবারে গুরুত্বপূর্ণ সময়ে জয়। কঠিন সময়ে দেশবাসীর মুখে হাসি এনে দেওয়া জয়। রাওয়ালপিন্ডি টেস্টে পাকিস্তানকে ১০ উইকেটে হারানোর পর বাংলাদেশের ক্রিকেটাররা উচ্ছ্বাসে ভাসলেন। অধিনায়ক নাজমুল হোসেন শান্তোর জন্মদিনে ঐতিহাসিক জয় পেল পদ্মাপাড়ের দেশ। প্রথমে ব্যাট করে প্রথম ইনিংসে ৪৪৮ রান করার পর ডিক্লেয়ার ঘোষণা করেছিলেন পাকিস্তানের অধিনায়ক শান মাসুদ। তখনও কেউ ভাবতে পারেননি এই টেস্টটা এভাবে জিতে যাবে বাংলাদেশ। শুধুমাত্র নাজমুল, সাকিব, মেহদি হাসান মিরাজ-রা ছাড়া। ঠিক যেমনটা বৈষমবিরোধী ছাত্র আন্দোলনটা বাংলাদেশকে যে এভাবে বদলে দেবে কেউ হয়তো ভাবেননি। একমাত্র আন্দোলনকারীরা ছাড়া।

পাকিস্তানের মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ের পর বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন এই জয়কে বৈষমবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের প্রতি উৎসর্গ করলেন। রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম ইনিংসে ১৯১ রানের স্মরণীয় ইনিংস খেলে ম্যাচ সেরার পুরস্কার জিতে সেই পুরস্কার মূল্য দেশের বন্যা দুর্গত মানুষদের সহায়তায় দান করার কথা ঘোষণা করলেন মুশফিকুর রহিম। মুশফিকুর রহিম বললেন, " আমার কেরিয়ারের সবচেয়ে সুন্দর ইনিংসগুলির মধ্যে এটাকে রাখব। এই জয় স্মরণীয়।" আরও পড়ুন-ঐতিহাসিক জয় বাংলাদেশের

টেস্ট জয় ছাত্র আন্দোলনে নিহতদের প্রতি উৎসর্গ করলেন অধিনায়ক নাজমুল

কী বললেন নাজমুল হোসেন শান্তো

টেস্টে এই প্রথম পাকিস্তানকে হারাল বাংলাদেশ। এই প্রথম পাকিস্তানে টেস্ট জিতল বাংলাদেশ। এই প্রথম টেস্টে দশ উইকেটে জয় পেল বাংলাদেশ। এই প্রথম দেশের মাটিতে দশ উইকেটে টেস্ট হারল পাকিস্তান।