রাওয়ালপিন্ডি, ২৫ অগাস্ট: Bangladesh Cricket Team- দেশে চলছে চরম সঙ্কট। দেশের চরম রাজনৈতিক অস্থিরতার ঢেউ ক্রিকেটারদের গায়েও লাগছে। এরই মধ্যে এই প্রথম পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট জিতে ইতিহাস গড়ল বাংলাদেশ। রবিবার পাকিস্তানের বিরুদ্ধে রাওয়ালপিন্ডি টেস্টে নাজমুল হোসেন শান্তো-র নেতৃত্বে খেলা বাংলাদেশ জিতল ১০ উইকেটে। একটা সময় মনে হচ্ছিল, এই টেস্টে নিশ্চিতভাবেই ড্র হবে। কিন্তু শেষদিনে সাকিব-মিরাজদের দুরন্ত বোলিংয়ে পাকিস্তানের দ্বিতীয় ইনিংস নাটকীয় কায়দায় ধস নামায় স্মরণীয় জয় পেল বাংলাদেশ। দু ম্যাচের টেস্ট সিরিজে পাকিস্তানের বিরুদ্ধে ১-০ এগিয়ে গেল নাজমুল হোসেন শান্তো-র দল।
টেস্টে এই প্রথম পাকিস্তানকে হারাল বাংলাদেশ। এই প্রথম পাকিস্তানে টেস্ট জিতল বাংলাদেশ। এই প্রথম টেস্টে দশ উইকেটে জয় পেল বাংলাদেশ। এই প্রথম দেশের মাটিতে দশ উইকেটে টেস্ট হারল পাকিস্তান।
পাকিস্তানের দ্বিতীয় ইনিংস মাত্র ৫৫.৫ ওভারেই গুটিয়ে যায়। এই প্রথম পাকিস্তানে টেস্ট জিতল বাংলাদেশ। পাকিস্তানের দ্বিতীয় ইনিংস মাত্র ১৪৬ রানে গুঁটিয়ে দেন বাংলাদেশের বোলাররা। প্রথম ইনিংসে গুরুত্বপূর্ণ ১১৭ রানের লিড থাকায়, রাওয়ালপিন্ডি টেস্টে জিততে হলে চতুর্থ ইনিংসে বাংলাদেশের প্রয়োজন ছিল মাত্র ৩০ রান। সেই রানটা ৩৯টা বল খেলে অনায়াসে তুলে নেন বাংলাদেশের দুই ওপেনার জাকির হাসান (১৫ অপরাজিত) ও শাদমান ইসলাম (৯ অপরাজিত)। প্রথম ইনিংসে ৪৪৮ রান করার পর ৬ উইকেট হারানো পাকিস্তান ডিক্লেয়ার করেছিল। আরও পড়ুন-মহম্মদ রিজওয়ানের দিকে বল ছুঁড়ে মারলেন সাকিব আল হাসান, মিলল আম্পায়ারের কড়া তিরস্কার
এই প্রথম পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট জয়ের স্বাদ পেল বাংলাদেশ, দেখুন স্কোরবোর্ড
History for Bangladesh 👏
The Tigers record their first-ever victory over Pakistan in Test cricket!#WTC25 | 📝 #PAKvBAN: https://t.co/gx5zGEHGIi pic.twitter.com/uJvT44rZEB
— ICC (@ICC) August 25, 2024
পাকিস্তানে টেস্ট জিতল বাংলাদেশ, দেখুন ছবিতে
Bangladesh defeated Pakistan for the first time in test history. Congratulations ❤️ pic.twitter.com/irA4nd4SsL
— Ziaul Faruq Apurba (@apurba_official) August 25, 2024
ডিক্লেয়ার দিয়েও শেষ অবধি অতিরিক্ত আত্মবিশ্বাসের কাছে ভরাডুবি হল শান মাসুদের দলের। বাংলাদেশের প্রথম ইনিংসে ৫৬৫ রানের পিছনে বড় অবদান ছিল মুশফিকুর রহিমের ১৯১ রানের স্মরণীয় ইনিংস। পাশাপাশি ওপেনার শাদমান ইসলাম (৯৩), মমিনুল হক (৫০), লিটন দাস (৫৬) ও মেহদি হাসান মিরাজ (৭৭)ও অসাধারণ ইনিংস খেলেছিলেন। পাকিস্তানের দ্বিতীয় ইনিংসে মহাধসের পিছনে বড় অবদান বাংলাদেশের দুই স্পিনার মেহদি হাসান মিরাজ (৪/২১) ও সাকিন আল হাসান (৩/৪৪)-এর। দুই ইনিংসে দুরন্ত ব্যাটিং করেও হারতে হল পাকিস্তানের তারকা উইকেটকিপার-ব্যাটার মহম্মদ রিজওয়ান-কে। রিজওয়ান প্রথম ইনিংসে অপরাজিত ১৭১ ও দ্বিতীয় ইনিংসে দলের বাকিদের ভরাডুবির মাঝে ৫১ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন।
২৫ বছর ধরে টেস্ট খেলছে বাংলাদেশ, ধারাবাহিকভাবে ব্যর্থ হলেও মাঝেমাঝেই পদ্মা নদীর দেশের ক্রিকেটাররা পাঁচ দিনের ক্রিকেটে মাঝেমাঝে কিছু স্মরণীয় জয় পেয়েছে। কিন্তু আজ, রবিবার নাজমোল হোসেন শান্তো-র দলের এই জয় চিরকালীন সেরা আসনে চলে গেল। পাকিস্তানে খেলতে আসার ঠিক আগেই বাংলাদেশে সরকার বিরোধী আন্দোলন চরমে উঠেছিল। আন্দোলনের চাপে পদত্যাগ করে দেশত্যাগ করতে হয়েছিল শেখ হাসিনা-কে। বাংলাদেশের কিছু ক্রিকেটারের ঘরে হামলার অভিযোগও উঠেছিল। সেখান থেকে চরম অনিশ্চয়তায় খেলতে নেমে ঐতিহাসিক জয় পেলেন বাংলাদেশের ক্রিকেটররা।