Bangladesh 'A' Team (Photo Credit: ACC Cricket Council/ Twitter)

শ্রীলঙ্কায় শুরু হয়েছে এসিসি ইমার্জিং টিমস এশিয়া কাপের পঞ্চম আসর। চার বছর পর ফিরেছে এই টুর্নামেন্ট। বাংলাদেশে অনুষ্ঠিত আগের আসরের ফাইনালে আয়োজক দলকে হারিয়ে বিজয়ী হয়েছিল পাকিস্তান। ২০১৭ ও ২০১৮ সালে পরপর শিরোপা জেতা শ্রীলঙ্কা সবচেয়ে সফল দল। ভারত ২০১৩ সালে টুর্নামেন্টের উদ্বোধনী সংস্করণ জিতেছিল। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের পূর্ণ সদস্য ভারত, পাকিস্তান, শ্রীলংকা, বাংলাদেশ ও আফগানিস্তানের 'এ' দলের সঙ্গে এসিসি পুরুষ প্রিমিয়ার কাপের তিনটি দল সংযুক্ত আরব আমিরাত এ, ওমান 'এ' এবং নেপালের জাতীয় দল এই টুর্নামেন্টে অংশ নিয়েছে। রাউন্ড রবিন লড়াইয়ের জন্য দলগুলিকে দুটি গ্রুপে বিভক্ত করা হয়েছে এবং প্রতিটি গ্রুপের শীর্ষ দুটি দল ৫০ ওভারের টুর্নামেন্টের সেমিফাইনালে যাবে। আগামী ২৩ জুলাই কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের একমাত্র দিবা-রাত্রির ফাইনাল। Yash Dhull: যশের জোশেই জয়লাভ! ধুলের সেঞ্চুরিতে ইউএই-কে হারিয়ে শুরু ভারতীয় এ দলের

বাংলাদেশ 'এ' দল: মোহাম্মদ সাইফ হাসান (অধিনায়ক), মোহাম্মদ পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, শাহাদাত হোসেন, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান (সহ-অধিনায়ক), সৌম্য সরকার, শাক মেহেদী হাসান, রাকিবুল হাসান, মোহাম্মদ মৃত্যুঞ্জয় চৌধুরী নিপুণ, তানজিম হাসান সাকিব, রিপন মণ্ডল, মোহাম্মদ মুশফিক হাসান, আকবর আলী ও নাঈম শেখ।

রিজার্ভ: অমিত হাসান, সুমন খান, নাঈম হাসান, হাসান মুরাদ

ওমান 'এ' দল: আকিব ইলিয়াস (অধিনায়ক), যতীন্দর সিং, কাশ্যপ প্রজাপতি, আয়ান খান, শোয়েব খান, সুরজ কুমার, জয় ওডেদ্রা, কলিমউল্লাহ, আহমেদ ফায়াজ বাট, সময় শ্রীবাস্তব, ওয়াসিম আলী, রাফিউল্লাহ, আবদুল রউফ, শুভ পাল ও মোহাম্মদ বিলাল।

শেষ ম্যাচে বাংলাদেশ 'এ' শ্রীলঙ্কা 'এ'র কাছে ৪৮ রানে হেরে যায়। এছাড়া ওমান 'এ' ৭২ রানে আফগানিস্তান 'এ'র কাছে হেরে যায়।

কখন থেকে শুরু হবে বাংলাদেশ 'এ' বনাম ওমান 'এ', ইমার্জিং এশিয়া কাপ?

ইমার্জিং এশিয়া কাপে বাংলাদেশ 'এ' বনাম ওমান 'এ'র ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সকাল ১০টায় এবং বাংলাদেশ সময় ১০ঃ৩০টায়।

জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন বাংলাদেশ 'এ' বনাম ওমান 'এ', ইমার্জিং এশিয়া কাপ?

বাংলাদেশ 'এ' বনাম ওমান 'এ', ইমার্জিং এশিয়া কাপ ভারতে এবং বাংলাদেশে টেলিভিশনে সম্প্রচার করা হবে স্টার স্পোর্টস ৩ (Star Sports 3) চ্যানেলে।

জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন বাংলাদেশ 'এ' বনাম ওমান 'এ', ইমার্জিং এশিয়া কাপ?

বাংলাদেশ 'এ' বনাম ওমান 'এ', ইমার্জিং এশিয়া কাপ অনলাইনে সরাসরি সম্প্রচার করা হবে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের ইউটিউব চ্যানেলে।