কলম্বো, ১৪ জুলাই: এমার্জিং এশিয়া কাপ ক্রিকেটের (ACC Emerging Cup 2023) শুরুটা দারুণ করলেন ভারতীয় এ দলের অধিনায়ক যশ ধুল। শুক্রবার কলম্বোয় টুর্নামেন্টের প্রথম ম্যাচে অধিনায়ক যশ ধুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ৮ উইকেটে সংযুক্ত আরব আমিরশাহি-কে হারাল ভারতীয় এ দল। প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ইউএই করে ১৭৫ রান। দিল্লি তথা কেকেআর-এর পেসার হর্ষিত রানা ৪১ রান দিয়ে ৪ উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে ৪১ রানে ২ উইকেট হারিয়ে ফেলেছিল ভারতীয় এ দল। দুই ওপেনার সাই সুদর্শন (৮) ও অভিষেক শর্মা (১৯) রান পাননি। কিন্তু সেখান থেকে তৃতীয় উইকেটে যশ ধুল ও নিকিন জোশ ১৩৮ রানের অবিচ্ছদ্য পার্টনারশিপ করে দলকে জিতিয়ে আনেন। মাত্র ২৬.৩ ওভারে ২ উইকেট খুইয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ভারতীয় এ দল। যশ ধুল ৮৪ বলে ১০৮ রানে অপরাজিত থাকেন। যশের ইনিংস সাজানো ছিল ২০টি বাউন্ডারি ও ১টি ও বাউন্ডারি দিয়ে। অধিনায়ককে যোগ্য সঙ্গত দেওয়া নিকিন ৪১ রানে অপরাজিত থাকেন।
দেখুন টুইট
Top knock-skipper 👏👏#CricTracker #YashDhull #INDAvUAEA pic.twitter.com/UFt1TCCiDM
— CricTracker (@Cricketracker) July 14, 2023
সোমবার গ্রুপের দ্বিতীয় ম্যাচে নেপালের বিরুদ্ধে খেলবে ভারতীয় এ দল। ভারতীয় এ দলের গ্রুপে আছে পাকিস্তান এ, ইউএই এ ও নেপাল। গ্রুপ এ-তে আছে শ্রীলঙ্কা, আফগানিস্তান, বাংলাদেশ ও ওমানের এ দল।