Sam Konstas (Photo Credit: Cricket Australia/ X)

Border Gavaskar Trophy 2024-25: মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে আয়োজিত বক্সিং ডে টেস্টে অস্ট্রেলিয়ার দল থেকে বাদ পড়তে পারেন নাথান ম্যাকসুইনি (Nathan McSweeney)। শুক্রবার বিকেলে ভারতের বিপক্ষে চতুর্থ টেস্টের জন্য দল ঘোষণা করবেন অস্ট্রেলিয়ার জাতীয় নির্বাচকরা কিন্তু তাঁর আগেই বিভিন্ন স্থানীয় অজি মিডিয়া বিষয়টি নিশ্চিত করেছে। ক্রিকেটের দীর্ঘতম ফর্ম্যাটে মোটামুটি ফলাফলের পরে প্লেয়িং ইলেভেনে ম্যাকসুইনির জায়গা নিয়ে উদ্বেগ আগে থেকেই ছিল। ব্রিসবেনের গাব্বায় তৃতীয় ম্যাচে ব্যাট হাতে তেমন কিছু করতে পারেননি তিনি। সেই কারণে নানা রিপোর্টের দাবি যে নাথান ম্যাকসুইনি মেলবোর্নে খেলবেন না এবং তাকেও বাদ দেওয়ার বিষয়ে জানানো হয়েছে। তাঁর পরিবর্তে ১৯ বছর বয়সী স্যাম কনস্টাস (Sam Konstas) ঘরোয়া ক্রিকেটে ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্সের পর আন্তর্জাতিক ক্রিকেটের সামনে অভিষেক হতে পারে। শুক্রবার তাঁকে ফোন করে আসন্ন ম্যাচের জন্য দল নির্বাচনের কথা জানানো হয়। Travis Head Injury Update: গাব্বার চোট শঙ্কা কাটিয়ে বক্সিং ডে টেস্ট খেলার ব্যাপারে আত্মবিশ্বাসী ট্রাভিস হেড

স্যাম কনস্টাসকে খেলাতে প্রস্তুত অজিরা

ভারতের বিপক্ষে প্রথম তিন টেস্টে অস্ট্রেলিয়ার টপ অর্ডার মূলত মিসফায়ার করার পরে এই ওপেনারকে নেওয়া হয়েছে। বর্তমান ওপেনার উসমান খোয়াজা এবং নাথান ম্যাকসুইনি উভয়ই ৪০ এর বেশি স্কোর করতে ব্যর্থ হন। কনস্টাস সাউথ অস্ট্রেলিয়ার বিপক্ষে শেফিল্ড শিল্ডের ম্যাচে জোড়া সেঞ্চুরি করেন। এছাড়া সফরকারী টিম ইন্ডিয়ার এ দলের বিপক্ষে প্রধানমন্ত্রী একাদশের হয়ে একটি সেঞ্চুরি করেন তিনি। এছাড়া সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮৮ রান করেন এই তরুণ। মঙ্গলবার রাতে সিডনি থান্ডারের হয়ে অভিষেকে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে হাফ সেঞ্চুরি করে বিবিএলে নতুন রেকর্ড গড়েন তিনি। দলের অন্য পরিবর্তনে ফের চোটে পড়ায় জশ হ্যাজেলউডের পরিবর্তে খেলবেন স্কট বোল্যান্ড। কাফ ইনজুরির কারণে বাকি ম্যাচগুলো থেকে ছিটকে গেছেন জশ।