South Africa National Cricket Team vs Australia National Cricket Team: দক্ষিণ আফ্রিকা জাতীয় ক্রিকেট দল বনাম অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দল, ওয়ানডে সিরিজ ২০২৫ (ODI 2025)-এর তৃতীয় ম্যাচে একে অপরের মুখোমুখি হয়েছে। আজ, ২৪ আগস্ট ম্যাকায়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় (Great Barrier Reef Arena, Mackay) মুখোমুখি হয়েছে SA বনাম AUS। দক্ষিণ আফ্রিকার অধিনায়কের দায়িত্বে ফিরে এসেছেন টেম্বা বাভুমা (Temba Bavuma)। অন্যদিকে, অস্ট্রেলিয়ার অধিনায়কের দায়িত্বে আছেন মিচেল মার্শকে (Mitchell Marsh)। তিনি আজ টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন। তার এই সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করে দক্ষিণ আফ্রিকার সামনে ৪৩২ রানের বিশাল লক্ষ্য রেখেছে অস্ট্রেলিয়া। ওপেন করতে এসে ট্রাভিস হেড (Travis Head) অধিনায়ক মার্শের সঙ্গে ২৫০ রানের জুটি গড়েন। SA vs AUS 3rd ODI Toss Update: টসে জিতে প্রথমে ব্যাট করবে অস্ট্রেলিয়া, জানুন দু'দলের একাদশ
দক্ষিণ আফ্রিকা বনাম অস্ট্রেলিয়া, তৃতীয় ওয়ানডে ম্যাচ স্কোরকার্ড
Australia's second-highest total ODIs, slotting behind that 434 against the same opposition in 2006 👀 https://t.co/bnCb2MtVrk | #AUSvSA pic.twitter.com/GWXxdq9HYK
— ESPNcricinfo (@ESPNcricinfo) August 24, 2025
হেড যখন শেষে কেশব মহারাজের (Keshav Maharaj) বলে আউট হন তখন তার স্কোর ১০৩ বলে ১৪২ রান। তিনি ১৭টি চার এবং ৫টি ছক্কার সাহায্যে দক্ষিণ আফ্রিকার মনোবল ভেঙে দেন। এরপর সেনুরান মুথুস্বামীর (Senuran Muthusam) বলে ১০০ করে আউট হন মার্শ। তিনি ৬টি চার এবং ৫টি ছক্কার সাহায্যে ১০৬ বলে সেঞ্চুরি করেন। এরপর ক্যামেরন গ্রিন (Cameron Green)-ও সেঞ্চুরি করেন। তার অপরাজিত ১১৮ রানের ইনিংস আসে মাত্র ৫৫ বলে, যেখানে রয়েছে ৬টি চার এবং ৮টি ছক্কা। এছাড়া তার সঙ্গ দেন অ্যালেক্স ক্যারি (Alex Carey) তিনি ৩৭ বলে অপরাজিত ৫৫ রানের ইনিংস খেলেন ৭টি চারের সাহায্যে। তারা দুজন অজিদের ২৬৭/২ থেকে ৪৩১/২ স্কোরে নিয়ে যান। এখানে উল্লেখ্য, এটি অস্ট্রেলিয়ার দ্বিতীয় সর্বোচ্চ স্কোর। তাদের আগের স্কোর আসে ২০০৬ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষেই।