Australia National Cricket Team vs India National Cricket Team: অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দল বনাম ভারত জাতীয় ক্রিকেট দল, টি২০ সিরিজ (T20I Series)-এর পঞ্চম ম্যাচে একে অপরের মুখোমুখি হতে চলেছে। আজ, ৮ নভেম্বর মুখোমুখি হবে ভারত বনাম অস্ট্রেলিয়া (AUS বনাম IND)। ব্রিসবেনের দ্য গাব্বায় (The Gabba, Brisbane) আয়োজিত হয়েছে এই ম্যাচ। অস্ট্রেলিয়ার অধিনায়কের দায়িত্বে রয়েছেন মিচেল মার্শ (Mitchell Marsh)। অন্যদিকে, ভারতের অধিনায়কের দায়িত্বে রয়েছেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। অস্ট্রেলিয়াতে এখন গরম পড়েছে এবং আজকে আকাশ মেঘলা থাকবে এবং ব্রিসবেনের মাঠে রয়েছে ঘাস। সেই সব কথা মাথায় রেখে আজ টসে জিতে প্রথমে বল করছে অস্ট্রেলিয়া। AUS vs IND 5th T20I Dream11 Prediction: ভারত বনাম অস্ট্রেলিয়া, পঞ্চম টি২০ ম্যাচে এগিয়ে কে? একনজরে Dream11 Prediction
ভারত বনাম অস্ট্রেলিয়া, পঞ্চম টি২০ ম্যাচ
Australia have won the toss and have elected to bowl first against India in the fifth and the final T20I at the Gabba 💥🏏
📸: JioHotstar #AUSvIND #T20I #Gabba #Insidesport #CricketTwitter pic.twitter.com/VLlqdGYdY2
— InsideSport (@InsideSportIND) November 8, 2025
অস্ট্রেলিয়ার প্লেয়িং ইলেভেন: মিচেল মার্শ (অধিনায়ক), ম্যাথু শর্ট, জস ইংলিশ (উইকেটরক্ষক), টিম ডেভিড, জস ফিলিপ, মার্কাস স্টোইনিস, গ্লেন ম্যাক্সওয়েল, বেন দ্বারশুইস, জাভিয়ার বার্টলেট, নাথান এলিস, অ্যাডাম জাম্পা।
ভারতের প্লেয়িং ইলেভেন: অভিষেক শর্মা, শুভমন গিল, সূর্যকুমার যাদব (অধিনায়ক), রিঙ্কু সিং, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, শিবম দুবে, অক্ষর প্যাটেল, অর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী, জসপ্রিত বুমরাহ।