![](https://bnst1.latestly.com/wp-content/uploads/2020/12/Hardik-Pandya-380x214.jpg)
শেষ ওভারে হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) দুরন্ত ব্যাটিং, দ্বিতীয় টি-টোয়েন্টিতেও (AUS vs IND 2nd T20I) অস্ট্রেলিয়াকে ৬ উইকেটে হারাল ভারত। ২২ বলে ৪২ রানের দুরন্ত ইনিংস খেলেন হার্দিক। ৩৬ বলে ৫২ রান করেন শিখর ধাওয়ান। ২৪ বল ৪০ রান করেন বিরাট কোহলি। ম্যাচ জেতার জন্য শেষ ওভারে ভারতের দরকার ছিল ১৪ রান। ২ বল বাকি থাকতেই হার্দিক ২টি ছয় মেরে ম্যাচ জিতিয়ে দেন। ৬ উইকেটে ম্যাচ জিতে টি টোয়েন্টি সিরিজ পকেটে পুরে নিল বিরাট কোহলি বাহিনী।
আজ টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বিরাট কোহলি। ব্যাটিং করতে নেমে নির্দিষ্ট ২০ ওভারে ৫ উইকেটে ১৯৪ রান করে অস্ট্রেলিয়া। অধিনায়ক ম্যাথু ওয়েড ওপেন করতে নেমে ৩২ বলে ৫৮ রানের ঝোড়ো ইনিংস খেলেন। তিন নম্বরে নেমে স্টিভ স্মিথ করেন ৪৬ রান। গ্লেন ম্যাক্সওয়েল ২২ ও মোজেস হেনরিক্স ২৬ রান করেন। ১৬ রান করে অপরাজিত থাকেন মার্কাস স্টোইনিস। ড্যানিয়েল স্যামস ৮ রান করে অপরাজিত থাকেন। ভারতের হয়ে ২০ রান দিয়ে ২ উইকেট নেন টি নটরাজন। অন্য় দুই বোলার শার্দুল ঠাকুর ও যুজবেন্দ্র চাহাল ১টি করে উইকেট নেন। আরও পড়ুন: SA vs ENG 2020: এবার করোন আক্রান্ত ইংল্যান্ডের ২ ক্রিকেটার, সাউথ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ ঘিরে আশঙ্কার মেঘ
জবাবে ব্যাট করতে নেমে দারুন শুরু করেন কেএল রাহুল ও শিখর ধাওয়ান। ৫৬ রানের মাথায় রাহুল ২২ বলে ৩০ রান করে আউট হন। এরপর বিরাট কোহলিকে নিয়ে হাল ধরেন ধাওয়ান। যদিও নিজের ৫২ রানের মাথায় তিনিও ফেরেন লোফা ক্যাচ দিয়ে। ১৪৯ রান ভারতের চতুর্থ উইকেটের হতন হয়। আউট হন বিরাট। এরপর দলকে জয়ে পৌঁছে দেন হার্দিক। শেষ ওভারে ভারতের ১৪ রান দরকার ছিল। শেষ ওভারে স্যামসের প্রথম বলে আসে ২ রান। দ্বিতীয় বলে হার্দিক ৬ মারেন। পরের বলে রান আসেনি। চতুর্থ বলে ছয় মেরে জেতান হার্দিক। ২ বল বাকি থাকতে ৬ উইকেটে জিতে যায় ভারত।