AUS vs IND Series 2025 (Photo Credit: SEN Cricket/ X)

Australia National Cricket Team vs India National Cricket Team: অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দল বনাম ভারত জাতীয় ক্রিকেট দল, ওয়ানডে সিরিজ (ODI Series)-এর দ্বিতীয় ম্যাচে একে অপরের মুখোমুখি হতে চলেছে। আজ, ২৩ অক্টোবর মুখোমুখি হবে AUS বনাম IND। অ্যাডিলেডের অ্যাডিলেড ওভালে (Adelaide Oval, Adelaide) আয়োজিত হয়েছে এই ম্যাচ। অস্ট্রেলিয়ার অধিনায়কের দায়িত্বে রয়েছেন মিচেল মার্শ (Mitchell Marsh)। অন্যদিকে, ভারতের অধিনায়কের দায়িত্বে রয়েছেন শুভমন গিল (Shubman Gill)। অস্ট্রেলিয়াতে এখনও সেভাবে গরম পড়েনি। আজও বৃষ্টির কিছুটা পূর্বাভাস রয়েছে। পিচ রিপোর্ট বলছে, মাঠ বেশ শুকনো যেখানে বল সিম করবে। সেই সব কথা মাথায় রেখে আজ টসে জিতে প্রথমে বল করছে অস্ট্রেলিয়া। ভারতের হয়ে ওয়ানডে দলে কোনও পরিবর্তন হয়নি। এছাড়া অজি দলে অ্যালেক্স ক্যারি (Alex Carey) এসেছেন জস ফিলিপের বদলে এবং নাথান এলিসের জায়গায় খেলবেন জেভিয়ার বার্টলেট (Xavier Bartlett)। AUS vs IND 2nd ODI Live Streaming: অস্ট্রেলিয়া বনাম ভারত, দ্বিতীয় ওয়ানডে ম্যাচ; সরাসরি দেখবেন যেখানে

অস্ট্রেলিয়া বনাম ভারত, দ্বিতীয় ওয়ানডে ম্যাচের টস আপডেট

অস্ট্রেলিয়ার প্লেয়িং ইলেভেন: ট্রাভিস হেড, মিচেল মার্শ (অধিনায়ক), ম্যাথু শর্ট, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), ম্যাট রেনশ, কুপার কনোলি, মিচেল ওয়েন, মিচেল স্টার্ক, জেভিয়ার বার্টলেট, ম্যাথু কুনহেমান, জশ হ্যাজেলউড।

ভারতের প্লেয়িং ইলেভেন: রোহিত শর্মা, শুভমন গিল (অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল (উইকেটরক্ষক), অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, নীতীশ কুমার রেড্ডি, হর্ষিত রানা, মহম্মদ সিরাজ, অর্শদীপ সিং।