Australia U19 National Cricket Team vs India U19 National Cricket Team: অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ জাতীয় ক্রিকেট দল বনাম ভারত অনূর্ধ্ব-১৯ জাতীয় ক্রিকেট দল, যুব ওয়ানডে ২০২৫ (Youth ODI 2025)-এর দ্বিতীয় ম্যাচে একে অপরের মুখোমুখি হয়। আজ, ২৪ সেপ্টেম্বর ব্রিসবেনের ইয়ান হিলি ওভালে (Ian Healy Oval, Brisbane) মুখোমুখি হয় AUS19 বনাম INDU19। এই ম্যাচে ৫১ রানে অস্ট্রেলিয়াকে হারিয়েছে ভারত। এই জয়ের সাথে তিন ম্যাচের যুব সিরিজ ২-০ ব্যবধানে এগিয়ে গিয়েছে ভারত। ৩০০ রান ডিফেন্ড করতে নেমে অস্ট্রেলিয়ার হয়ে জেডেন ড্রেপার (Jayden Draper) ১০৭ রানে অসামান্য ইনিংস খেলেন, বাকি কোনও ব্যাটসম্যানই ভালো না করতে পারায় ৪৭.২ ওভারে ২৪৯ রানে অলআউট হয়ে যায় দল। ভারতের হয়ে বল হাতে অধিনায়ক আয়ুষ মহাত্রে (Ayush Mhatre) গুরুত্বপূর্ণ ৩ উইকেট নেন। এছাড়া কনিষ্ক চৌহান (Kanishk Chouhan) ২ উইকেট নেন। AUS U19 vs IND U19 2nd Youth ODI Live Scorecard: বৈভব-বিহানের অনবদ্য ব্যাটিং, দ্বিতীয় যুব ওয়ানডেতে ভারতের স্কোর-৩০০
অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ বনাম ভারত অনূর্ধ্ব-১৯, দ্বিতীয় যুব ওয়ানডে স্কোরকার্ড
Brisbane: #indu19vsausu19 (2nd
D/N one day) IND youth won by 51
runs.
India under- 19s 300/10 (49.4) ( V. Suryavanshi 70, V.Malhotra 70
A. Kundu 71 )
Australia under -19s 249/10 (47.2)
( Jyden Draper 107, A. Mhatre 3/27, K.Chouhan 2/50 )
India under 19s led 2-0 ( 3 ) pic.twitter.com/otska90dRD
— compulsion 'Abuser' (@ArunSin22729210) September 24, 2025
এর আগে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। সেখানে বৈভব সূর্যবংশীর (Vaibhav Suryavanshi) ৭০ রান এবং বিহান মালহোত্রার (Vihaan Malhotra) ৭০ রানের সুবাদে দ্বিতীয় উইকেটে ১১৭ রানের জুটিতে ভালো শুরু করে ভারত। এরপর অস্ট্রেলিয়ার স্পিনার যশ দেশমুখের (Yash Deshmukh) ২ উইকেটের সুবাদে ভারত যখন একটু বিপাকে পড়ে তখন এসে হাল ধরেন উইকেটকিপার অভিজ্ঞান কুন্ডু (Abhigyan Kundu)। তার ৭১ রানের ইনিংসে ভারতের স্কোর হয় ৩০০। অস্ট্রেলিয়ার হয়ে ৩ উইকেট নেন উইল বায়রম (Will Byrom)। এই মুহূর্তে ভারত সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে। আগামী ২৬ সেপ্টেম্বর আয়োজিত হবে শেষ ওয়ানডে ম্যাচ। এরপর শুরু হবে চার দিনের দুটি টেস্ট।