Australia National Cricket Team Playing XI: আজ, ক্রিসমাসের দিনে চতুর্থ টেস্টের জন্য অস্ট্রেলিয়া তাদের প্লেয়িং ইলেভেন ঘোষণা করেছে। মেলবোর্নে বক্সিং ডে টেস্টের জন্য ট্রাভিস হেড (Travis Head) ফিট এবং তরুণ স্যাম কনস্টাসের (Sam Konstas) অভিষেকও নিশ্চিত। ব্রিসবেনে তৃতীয় টেস্ট চলাকালীন ট্রাভিস হেড চোট পান। ক্রিসমাসের দিন তিনি রানিং ফিটনেস টেস্ট এবং নেট সেশনে অংশ নেন। যেখানে অধিনায়ক প্যাট কামিন্স তার খেলার বিষয়টি নিশ্চিত করেন। বর্ডার গাভাস্কর ট্রফিতে ব্যাট হাতে অস্ট্রেলিয়ার মূল ভরসা ট্রাভিস হেড। অ্যাডিলেড ও ব্রিসবেন টেস্টে সেঞ্চুরি করে হেড ভারতীয় বোলারদের হিমশিম খাইয়েছন। এই টেস্টেও দলে থেকে সফরকারী দলকে সুবিধা থেকে বঞ্চিত করেছেন হেড। এদিকে, মিচেল মার্শকেও প্লেয়িং ইলেভেনে নিশ্চিত করা হয়েছে। অস্ট্রেলিয়া টিম ম্যানেজমেন্ট আবারও এই অলরাউন্ডারের ওপর ভরসা দেখিয়েছেন। Tanush Koitan: অবসর নেওয়া অশ্বিনের পরিবর্তে অজি সফরে তানুশ কৈতান, কে এই ক্রিকেটার!
খারাপ পারফরম্যান্স এবং চোটের জল্পনা সত্ত্বেও সিনিয়র অলরাউন্ডারকে বেছে নিয়েছে অস্ট্রেলিয়া দল। যার ফলে এই টেস্টেও জায়গা করতে পারেননি বিউ ওয়েবস্টার। এছাড়া অস্ট্রেলিয়া তাদের একাদশে দুটি পরিবর্তন এনেছে। ফের চোট পাওয়া জশ হ্যাজেলউডের পরিবর্তে স্কট বোল্যান্ডকে ফিরিয়ে এনেছে দল। অস্ট্রেলিয়ার সর্বকনিষ্ঠ ওপেনার হিসেবে অভিষেক হতে যাচ্ছে ১৯ বছর বয়সী স্যাম কনস্টাসের। মাত্র তিন টেস্টের পর বাদ পড়া নাথান ম্যাকসুইনির জায়গায় খেলবেন কনস্টাস। ২০১১ সালে ১৮ বছর বয়সী প্যাট কামিন্সের পর অস্ট্রেলিয়ার হয়ে টেস্টে সর্বকনিষ্ঠ তারকা হিসেবে অভিষেক হওয়ার কীর্তি গড়বেন কনস্টাস। অস্ট্রেলিয়া আশা করছে যে বক্সিং ডে টেস্টে কনস্টাস উসমান খোয়াজার সঙ্গে ভালো উদ্বোধনী জুটি গড়বে।
বক্সিং ডে টেস্টে অস্ট্রেলিয়ার একাদশ
উসমান খোয়াজা, স্যাম কনস্টাস, মার্নাস লাবুশানে, স্টিভ স্মিথ, ট্রাভিস হেড, মিচেল মার্শ, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, নাথান লায়ন, স্কট বোল্যান্ড।