AFG vs BAN (Photo Credit: Bangladesh Cricket/ X)

Afghanistan National Cricket Team vs Bangladesh National Cricket Team, Live Streaming: আফগানিস্তান জাতীয় ক্রিকেট দল বনাম বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল, ওয়ানডে সিরিজ ২০২৫ (ODI Series 2025)-এর দ্বিতীয় ওয়ানডে ম্যাচে একে অপরের মুখোমুখি হতে চলেছে। আজ, ১১ অক্টোবর মুখোমুখি হবে AFG বনাম BAN। আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে (Sheikh Zayed Stadium, Abu Dhabi) আয়োজিত হয়েছে এই ম্যাচ। আফগানিস্তান এই সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে। প্রথম খেলায় বাংলাদেশ কেবল ৪৮.৫ ওভারে ২২১ রানে অলআউট হয়ে যায়। যেখানে বাংলাদেশের অধিনায়ক মেহেদি হাসান মিরাজ (Mehidy Hasan Miraz) এবং তৌহিদ হৃদয় (Towhid Hridoy) অর্ধশতক মারেন। অন্যদিকে, আফগানিস্তানের আজমতুল্লাহ ওমরজাই (Azmatullah Omarzai) এবং রাশিদ খান (Rashid Khan) তিনটি করে উইকেট নেন। আফগানিস্তানের হয়ে রহমত শাহ (Rahmat Shah) এবং রহমানুল্লাহ গুরুবাজ (Rahmanullah Gurbaz)-এর অর্ধশতকের সুবাদে প্রায় তিন ওভার বাকি থাকতেই ৫ উইকেটে জয় নিশ্চিত করে আফগানিস্তান। Rashid Khan, AFG vs BAN: বাংলাদেশের বিপক্ষে জয়ে সাদা বলের ক্রিকেটে নয়া ইতিহাস গড়লেন রাশিদ খান

আফগানিস্তান বনাম বাংলাদেশ, দ্বিতীয় ওয়ানডে ম্যাচ

আফগানিস্তান স্কোয়াডঃ রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, সেদিকুল্লাহ অটল, রহমত শাহ, হাসমতুল্লাহ শাহিদি (অধিনায়ক), দারভিশ রসুল, আজমতুল্লাহ ওমরজাই, মহম্মদ নবী, রাশিদ খান, নাঙ্গেয়ালিয়া খারোতে, বশির আহমেদ, এ এম গাজনফার, ইকরাম আলিখিল, মোহাম্মদ সালিম সাফি, আবদুল্লাহ আহমদজাই।

বাংলাদেশ স্কোয়াডঃ তানজিদ হাসান তমিম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), শামিম হোসেন, জাকির আলী (উইকেটরক্ষক), তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, তানভীর ইসলাম, মুস্তাফিজ রহমান, নুরুল হাসান, হাসান মাহমুদ, মোহাম্মদ নাঈম, রিশাদ হোসেন, নাহিদ রানা।

আফগানিস্তান বনাম বাংলাদেশ সম্প্রচার সূচি

কবে, কোথায় আয়োজিত হবে আফগানিস্তান বনাম বাংলাদেশ, দ্বিতীয় ওয়ানডে ম্যাচ?

১১ অক্টোবর আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে (Sheikh Zayed Stadium, Abu Dhabi) আয়োজিত হবে আফগানিস্তান বনাম বাংলাদেশ, দ্বিতীয় ওয়ানডে ম্যাচ।

কখন থেকে শুরু হবে হবে আফগানিস্তান বনাম বাংলাদেশ, দ্বিতীয় ওয়ানডে ম্যাচ?

আফগানিস্তান বনাম বাংলাদেশ, দ্বিতীয় ওয়ানডে ম্যাচ শুরু হবে ভারতীয় সময় বিকেল ৫ঃ৩০টায় এবং বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।

ভারতে এবং বাংলাদেশে টিভিতে কোথায় দেখবেন আফগানিস্তান বনাম বাংলাদেশ, দ্বিতীয় ওয়ানডে ম্যাচ?

আফগানিস্তান বনাম বাংলাদেশ, দ্বিতীয় ওয়ানডে ম্যাচ ভারতে সম্প্রচার করা হবে না, তবে বাংলাদেশে সরাসরি সম্প্রচার করা হবে টি স্পোর্টসে (T Sports) এবং নাগরিক টিভিতে (Nagorik TV)।

জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন আফগানিস্তান বনাম বাংলাদেশ, দ্বিতীয় ওয়ানডে ম্যাচ

আফগানিস্তান বনাম বাংলাদেশ, দ্বিতীয় ওয়ানডে ম্যাচ অনলাইনে ভারতে দেখা যাবে Fancode অ্যাপে এবং বাংলাদেশে দেখা যাবে Tapmad অ্যাপে।