Allah Ghazanfar and Hashmatullah Shahidi (Photo Credit: ACB/ X)

AFG vs BAN 1st ODI Result: গতকাল শারজায় আয়োজিত প্রথম ওয়ানডেতে বাংলাদেশ ১৩২/৩ থেকে ১৪৩ রানে অলআউট হয়ে যায়। ১১ রানে তাদের শেষ ৭ উইকেট হারিয়ে আফগানিস্তানের কাছে ৯২ রানে হেরে যায় বাংলাদেশ। আফগান স্পিনার আল্লাহ গাজানফার (Allah Ghazanfar) তার দলকে শারজায় বাংলাদেশের মিডল ও লোয়ার অর্ডারকে উড়িয়ে দিয়ে নিজের দ্বিতীয় স্পেলে ১১ বলে ৫ উইকেট তুলে নেন। তৌহিদ হৃদয় ও মেহেদী হাসান মিরাজের যখন ক্রিজে থেকে আফগানদের দেওয়া ২৩৬ রানের টার্গেটের দিকে এগোচ্ছিল তখন আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদি আল্লাহ গাজানফারকে বল করতে বলেন। চার ওভারের প্রথম স্পেলে ২১ রান দিয়ে একটি উইকেট নেন এই কিশোর স্পিনার। কিন্তু কয়েক ওভার পরে ফিরে এসে তিনি খেলার মোড় ঘুরিয়ে দেন। ১৮ বছর বয়সী এই স্পিনার ৬.৩ ওভারে ২৬ রানে ৬ উইকেট নেন, যা এই ফরম্যাটে তার কেরিয়ার সেরা। WI vs ENG 3rd ODI Result: কিং-কার্টির জোড়া শতকে ইংল্যান্ডকে হারিয়ে সিরিজ জয় ওয়েস্ট ইন্ডিজের

আল্লাহ গাজানফরের অসামান্য বোলিংয়ের ঝলক

টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৪৯.৪ ওভারে ২৩৫ রানে অলআউট হয়ে যায় আফগানিস্তান৷ অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদির ৫২ রানের পর মহম্মদ নবী ৭৯ বলে ৮৪ রান করেন৷ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত (৪৭) ও মেহেদী হাসান মিরাজ (২৮) রান তাড়া করতে নেমে বাংলাদেশকে এগিয়ে দেন। বাংলাদেশের ওপেনার সৌম্য সরকারও ৩৩ রান করেন। নবী নাজমুলকে আউট করার পর নিজের পঞ্চম ওভারে গজানফর মেহেদিকে আউট করেন তিনি। এরপর নিজের পরের ওভারে আরও তিন উইকেট নেন গজানফর। প্রথম বলেই তাসকিন আহমেদকে শূন্য রানে আউট করার আগে মুশফিকুর রহিমকে স্টাম্পড এবং রিশাদ হোসেনকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন তিনি। ২০১৯ সালে সাউদাম্পটনে সাকিব আল হাসানের ২৯ রানে ৫ উইকেটকে পেছনে ফেলে বাংলাদেশ-আফগানিস্তান ওয়ানডেতে সেরা বোলিং পরিসংখ্যানের রেকর্ড গড়েন গজানফার।