Adamas Howrah Warriors vs Servotech Siliguri Strikers, Bengal Pro T20 League 2025: অ্যাডামাস হাওড়া ওয়ারিয়র্স (Adamas Howrah Warriors) বেঙ্গল প্রো টি২০ লিগ ২০২৫ (Bengal Pro T20 League 2025)-এর তৃতীয় ম্যাচে সার্ভোটেক শিলিগুড়ি স্ট্রাইকার্স (Servotech Siliguri Strikers)-এর মুখোমুখি হবে। আজ ১২ জুন, কলকাতার ইডেন গার্ডেন্সে এই ম্যাচ আয়োজিত হবে। বুধবার (১১ জুন) সন্ধ্যায় এই লিগ দারুণ ওপেনিং সেরেমনি দিয়ে শুরু হয়েছে। যেখানে বলিউডের গায়িকা সুনিধি চৌহানের পারফরম্যান্স সবাইকে মুগ্ধ করে। হাওড়া ওয়ারিয়র্স শাকির হাবিব গান্ধীর (Shakir Habib Gandhi) ওপর ভরসা রাখবে তার আক্রমণাত্মক ইনিংসের কারণে। এছাড়া দলের গুরুত্বপূর্ণ পেসার হলেন কনিষ্ক শেঠ (Kanishk Seth)। অন্যদিকে, শিলিগুড়ি স্ট্রাইকার্সের জন্য ব্লকবাস্টার ইনিংস খেলার দক্ষতা রাখেন সৌরভ পাল (Sourav Paul), এছাড়া তাদের বল হাতে সেরা খেলোয়াড় হলেন অঙ্কুশ ত্যাগী (Ankush Tyagi)। IRE vs WI 1st T20I Live Streaming: আয়ারল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ, প্রথম টি২০ ম্যাচ, সরাসরি দেখবেন যেখানে
বেঙ্গল প্রো টি২০ লিগ ২০২৫
Energy, emotions, entertainment—what a way to kick things off!
Here’s a glimpse into the grand opening of Bengal Pro T20 League!#BengalProT20 pic.twitter.com/C6Rq46xCPP
— Bengal Pro T20 League (@bengalprot20) June 12, 2025
অ্যাডামাস হাওড়া ওয়ারিয়র্স স্কোয়াডঃ অগস্ত্য শুক্লা, অগ্নিশ্বর দাস, অরিন্দম ঘোষ, সচিন চৌধুরী, যুবরাজ কেসওয়ানি, আমির গনি, দেবাংশু পাখিরা, প্রমোদ চান্দিলা, রোহিত, শশাঙ্ক সিং, জয়বীর সিং, শাকির গান্ধী, দীপক কুমার, কনিষ্ক শেঠ, সক্ষম শর্মা, শ্রেয়ান চক্রবর্তী, সুজিত যাদব।
সার্ভোটেক শিলিগুড়ি স্ট্রাইকার্স স্কোয়াডঃ অঙ্কুর পাল, অনুষ্ঠপ মজুমদার, ইরশাদ আলম, পবন, সুভম চট্টোপাধ্যায়, আদিত্য সিং, মিথিলাশ দাস, নুরুদ্দিন মণ্ডল, সুরজ জয়সওয়াল, বিকাশ সিং, সৌরভ পাল, তরুণ গোদারা, আকাশ দীপ, অঙ্কুশ ত্যাগী, লোকেশ গাইত, রাজু হালদার, সচিন যাদব, শিবম ভারতী।
টি২০ মুম্বই ২০২৫ ফাইনাল সম্প্রচার সূচি
কবে, কোথায় আয়োজিত হবে অ্যাডামাস হাওড়া ওয়ারিয়র্স বনাম সার্ভোটেক শিলিগুড়ি স্ট্রাইকারস, বেঙ্গল প্রো টি২০ লিগ ২০২৫ ম্যাচ?
১২ জুন কলকাতার ইডেন গার্ডেন্সে (Eden Gardens, Kolkata) আয়োজিত হবে অ্যাডামাস হাওড়া ওয়ারিয়র্স বনাম সার্ভোটেক শিলিগুড়ি স্ট্রাইকারস, বেঙ্গল প্রো টি২০ লিগ ২০২৫ ম্যাচ।
কখন থেকে শুরু হবে হবে অ্যাডামাস হাওড়া ওয়ারিয়র্স বনাম সার্ভোটেক শিলিগুড়ি স্ট্রাইকারস, বেঙ্গল প্রো টি২০ লিগ ২০২৫ ম্যাচ?
অ্যাডামাস হাওড়া ওয়ারিয়র্স বনাম সার্ভোটেক শিলিগুড়ি স্ট্রাইকারস, বেঙ্গল প্রো টি২০ লিগ ২০২৫ ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৭টায়।
ভারতে টিভিতে কোথায় দেখবেন অ্যাডামাস হাওড়া ওয়ারিয়র্স বনাম সার্ভোটেক শিলিগুড়ি স্ট্রাইকারস, বেঙ্গল প্রো টি২০ লিগ ২০২৫ ম্যাচ?
অ্যাডামাস হাওড়া ওয়ারিয়র্স বনাম সার্ভোটেক শিলিগুড়ি স্ট্রাইকারস, বেঙ্গল প্রো টি২০ লিগ ২০২৫ ম্যাচ ভারতে টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে (Star Sports Network)।
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন অ্যাডামাস হাওড়া ওয়ারিয়র্স বনাম সার্ভোটেক শিলিগুড়ি স্ট্রাইকারস, বেঙ্গল প্রো টি২০ লিগ ২০২৫ ম্যাচ
অ্যাডামাস হাওড়া ওয়ারিয়র্স বনাম সার্ভোটেক শিলিগুড়ি স্ট্রাইকারস, বেঙ্গল প্রো টি২০ লিগ ২০২৫ ম্যাচ অনলাইনে ভারতে সরাসরি সম্প্রচার করা হবে FanCode অ্যাপে।