New Zealand National Cricket Team vs Pakistan National Cricket Team: নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দল বনাম পাকিস্তান জাতীয় ক্রিকেট দল প্রথম ওয়ানডে ম্যাচে একে অপরের মুখোমুখি হয়। আজ, শনিবার নেপিয়ারের ম্যাকলিন পার্কে নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেদের প্রথম ওয়ানডেতে ৭৩ রানে হেরেছে পাকিস্তান। মাত্র ২২ রানে ৭ উইকেট হারিয়ে ৭ উইকেট হারিয়ে পাকিস্তানকে এই লজ্জার হার দেখতে হয়েছে। আসলে ৬৯ বলে ৯৬ রান প্রয়োজন এবং ক্রিজে বাবর আজমের দুর্দান্ত সেট তখন একের পর এক উইকেট হারিয়ে বিপাকে পড়ে দল। নিউজিল্যান্ডের হয়ে মার্ক চ্যাপম্যান (Mark Chapman), নাথান স্মিথ (Nathan Smith) ও মোহাম্মদ আব্বাস (Muhammad Abbas) উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন। চ্যাপম্যান ১১১ বলে ১৩২ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। আব্বাস অভিষেকেই মাত্র ২৪ বলে দ্রুততম হাফসেঞ্চুরি করেন। এরপর নাথান স্মিথের ৪ উইকেটে ৪৪.১ ওভারে পাকিস্তানকে ২৭১ রানে অলআউট করে দেয় নিউজিল্যান্ড। Mark Chapman, NZ vs PAK 1st ODI Live Score: ইতিহাস গড়লেন মার্ক চ্যাপম্যান, নিউজিল্যান্ডের প্রথম ব্যাটসম্যান হয়ে ঝুলিতে এল যে রেকর্ড
নিউজিল্যান্ড বনাম পাকিস্তান প্রথম ওয়ানডে স্কোরকার্ড
We take a 1-nil series lead in Napier! Wickets shared across the bowling unit with career-best ODI figures from Nathan Smith (4-60) & and an tight performance from Will O'Rourke with 1-38 from his 10 overs. Scorecard | https://t.co/CvmR1mQN5I #NZvPAK #CricketNation 📷 =… pic.twitter.com/l88Sy4fjvi
— BLACKCAPS (@BLACKCAPS) March 29, 2025
প্রথমে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ৩৪৪/৯। ১৩টি চার ও ৬টি ছক্কায় ১৩২ রানের দুর্দান্ত ইনিংস খেলেন চ্যাপম্যান। ড্যারিল মিচেলের সাথে ১৯৯ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন আয়োজকরা। এর আগে কিউইরা শুরুতেই তিনটি উইকেট হারানোর পরে ১২.৪ ওভারে ৫০/৩ হয়ে যান। ৮৪ বলে ৪টি চার ও ছক্কায় ৭৬ রানের ইনিংস খেলেন মিচেল। শেষ ওভারে ২৬ বলে ৫২ রান যোগ করেন আব্বাস। পাকিস্তানের হয়ে ইরফান খান ৩ উইকেট নিলেও ১০.২০ ইকোনমি রেটে ৫১ রান দেন। ওয়ানডে দলে আসা হারিস রউফ দারুণ বোলিং করে ১০ ওভারে ৩৮ রান দিয়ে নেন ২ উইকেট।
১২.৪ ওভারে ৮৩ রানের জুটি গড়ে আবদুল্লাহ শফিক (৩৬) ও উসমান খানের (৩৯) অবদানে পাকিস্তানের রান তাড়ার শুরুটা কিন্তু ভালো হয়। তবে তাদের দ্রুত বিদায়ের পর ৩৪ বলে ৩০ রানে রিজওয়ানের আউট পাকিস্তানকে ব্যাকফুটে ফেলে দেয়। বাবর আজম ৬৫ বলে হাফসেঞ্চুরি করেন। তিনি ৮৩ বলে ৭৮ রান করে আউট হন। উইল ও'রউর্ক বাবরকে আউট করার পর পাকিস্তানের দল প্ল্যানিং যেন পুরোপুরি ভেস্তে যায়। সলমন আলী আগা ৪৮ বলে ৫৮ রানের ঝড়ো ইনিংস খেলেন, কিন্তু তার প্রচেষ্টা ব্যর্থ প্রমাণিত হয়। একটু ব্যয়বহুল হলেও চার উইকেট নেন নাথান স্মিথ। ১০ ওভারে ৩৮ রানে ১ উইকেট নিয়ে নিউজিল্যান্ডের পক্ষে সবচেয়ে ভালো বোলার ছিলেন ও'রউর্ক।