অবশেষে 'অলিম্পিক স্পোর্টস'-এর মর্যাদা পেতে চলেছে ক্রিকেটে। আধুনিক গ্রীষ্মকালীন অলিম্পিক্সে এই প্রথম জায়গা পেতে চলেছে বাইশ গজের খেলা। ২০২৮ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস হতে চলা গ্রীষ্মকালীন অলিম্পিক গেমসে ক্রিকেটকে অন্তর্ভুক্ত করা হল। মাইকেল ফ্লেপসের দেশের অলিম্পিক্সে টি-২০ ক্রিকেট খেলা হবে। ক্রিকেটের পাশাপাশি বেসবল, সফট বল, স্কোয়াশ এবং ফ্ল্যাগ ফুটবলও লস অ্য়াঞ্জেলস অলিম্পিক্সে খেলা হবে। আইওসি-র সভায় ক্রিকেট সহ চারটি খেলাকে ২০২৮ গ্রীষ্মকালীন অলিম্পিক্সে অন্তর্ভুক্ত করার সবুজ সঙ্কেত দেওয়া হয়েছে। তবে পুরুষ না মহিলা, নাকি ক্রিকেটে উভয়ই দেখা যাাবে সেটা এখনও চুড়ান্ত হয়নি।
২০২৪ প্য়ারিস অলিম্পিক্সে ক্রিকেটকে অন্তর্ভুক্ত করার চেষ্টা হলেও কাজে দেয়নি। কিন্তু দুনিয়ার সর্বাধিক জনসংখ্যার দেশে ধর্ম হিসেবে অ্যাখা পাওয়া ক্রিকেট আমেরিকার অলিম্পিক্সে জায়গা করে নিল। আগামী বছর টি-২০ বিশ্বকাপের আয়োজন ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে যৌথভাবে করছে আমেরিকা। এই প্রথম আমেরিকার মাটিতে হবে ক্রিকেট বিশ্বকাপ। এরপর সেই আমেরিকাতেই অলিম্পিকে দেখা যাবে ক্রিকেটকে। আরও পড়ুন-রবিবার মোদী স্টেডিয়ামে পাক ম্যাচে খেলতে পারেন গিল
দেখুন ছবিতে
Five sports have been proposed by the @LA28 Organising Committee for inclusion at the Olympic Games in Los Angeles in five years' time:
⚾ Baseball-softball
🏏 Cricket
🏈 Flag football
🥍 Lacrosse
⚫ Squash
The final decision will be made in the coming days. pic.twitter.com/kU1303jY0A
— The Olympic Games (@Olympics) October 9, 2023
গতকাল, রবিবার চিনের হাংঝৌতে শেষ হওয়া এশিয়ান গেমসে পুরুষ ও মহিলাদের টি-২০ ক্রিকেটের খেলা হয়। এই প্রথম এশিয়াডে পুরুষদের টি-২০ ক্রিকেট অন্তর্ভুক্ত করা হয়। প্রথমবারই এশিয়াডে পুরুষ ও মহিলাদের টি-২০ ক্রিকেটে সোনা জেতে ভারত। অলিম্পিক্সে ক্রিকেট অন্তর্ভুক্ত হওয়ায় একদিকে যেমন পদক জয়ের সম্ভাবনা বাড়ল, তেমনই দেশের অন্যান্য অলিম্পিক খেলাগুলোর ওপর আকর্ষণ কমার বিষয়টিও থাকছে।
ওয়েস্ট ইন্ডিজ থেকে নিউ জিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়ায় ক্রিকেটের জনপ্রিয়তা কমছে। চরম আর্থিক সঙ্কটে ভূগছে শ্রীলঙ্কা, পাকিস্তান, জিম্বাবোয়ের মত দেশগুলিও। আইসিসি গোটা বিশ্বব্যাপি ক্রিকেটকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করলেও আমেরিকা, ইউরোপের দেশগুলির জাতীয় ক্রিকেট দলে ভারতীয়, পাকিস্তান, শ্রীলঙ্কার বংশোদ্ভূতদেরই বেশী দেখা যায়। কিন্তু এর মাঝেও ভারতের ১৪০ কোটি মানুষের মধ্যে জনপ্রিয়তা ক্রিকেটকে অলিম্পিকে নিয়ে গেল। সুনল গাভাসকর, কপিল দেব, সচিন তেন্ডুলকর, বিরাট কোহলিদের আর আক্ষেপ করতে হবে না তাদের খেলাটা অলিম্পিক স্পোর্টস নয় বলে।