Team India: ভারতীয় ক্রিকেট দলে করোনার হানা, ধাওয়ান-শ্রেয় সহ টিম ইন্ডিয়ার আট সদস্যের কোভিড রিপোর্ট পজেটিভ!
Shikhar Dhawan (Photo Credits: Getty)

আমেদাবাদ , ২ ফেব্রুয়ারি: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে খেলতে নামার আগে ভারতীয় শিবিরে করোনা হানা। রবিবার থেকে উইন্ডিজের বিরুদ্ধে আমেদাবাদে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে খেলতে নামছে ভারতীয় দল। সেই সিরিজে খেলতে আমেদাবাদে পৌঁছতেই ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের করোনা পরীক্ষা হয়। এরপর ভারতীয় দলের আট সদস্যের কোভিড রিপোর্ট পজেটিভ এসেছে বলে খবর। শিখর ধাওয়ান (Shikhar Dhawan) , ঋতুরাজ গায়কোয়েড় (Ruturaj Giakwad), শ্রেয়স আইয়ার (Shreyas  Iyer) কোভিড রিপোর্ট পজেটিভ এসেছে।  সঙ্গে টিম ইন্ডিয়ার কয়েকজন সাপোর্ট স্টাফও কোভিডে  আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে ।

করোনার কথা মাথায় রেখে স্কোয়াডে বেশী সদস্য রাখা হয়েছে। ধাওয়ানের মৃদু উপসর্গ রয়েছে বলে টুইটারে এক সাংবাদিক জানান। করোনা আক্রান্ত সদস্যদের আইসোলেশনে পাঠানো হয়েছে। প্রসঙ্গত, দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে সিরিজের আগে করোনা আক্রন্ত হওয়ায় নেলসন ম্যান্ডেলার দেশে যেতে পারেননি ওয়াশিংটন সুন্দর।

যদিও বিসিসিআইয়ের পক্ষ থেকে কারা আক্রান্ত হয়েছেন তা জানানো হয়নি। বিসিসিআইয়ের কোষাধ্যক্ষ কুমার ধামাল জানিয়েছেন, ভারতীয় দলের কয়েকজন খেলোয়াড় ও কয়েকজন সাপর্টো স্টাফের কোভিড রিপোর্ট পজেটিভ এসেছে। আরও পড়ুন: চিনে শীতকালীন অলিম্পিকে  যাওয়া ভারতীয় দলের ম্যানেজার করোনায় আক্রান্ত

দেখুন টুইট

করোনা সংক্রমণের কথা মাথায় রেখে দর্শকশূন্য স্টেডিয়ামেই ওয়ানডে সিরিজের তিনটে ম্যাচ হবে। ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচই হবে আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজে হারের পর তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ০-৩ হোয়াইটওয়াশ হয়েছে টিম ইন্ডিয়া। এবার সামনে ক্যারিবিয়ানরা। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আমেদাবাদে তিন ম্যাচের ওয়ানডে ও কলকাতায় তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজে রোহিত শর্মার নেতৃত্বে খেলবে ভারতীয় দল।

এক নজরে ভারত-ওয়েস্ট ইন্ডিজ সীমত ওভারের সিরিজের ক্রীড়াসূচি

ওয়ানডে সিরিজ

৬ ফেব্রুয়ারি, প্রথম ওয়ানডে

৯ ফেব্রুয়ারি, দ্বিতীয় ওয়ানডে

১১ ফেব্রুয়ারি, তৃতীয় ওয়ানডে