Coco Gauff. (Photo Credits: X)

Coco Gauff: ফরাসি ওপেনে মহিলাদের সিঙ্গলসে একেবারে স্বপ্নের ফাইনাল। শনিবার রোলা গাঁরোয় এক নম্বর বনাম দুইয়ের খেতাবী লড়াইটা একেবারে প্রতিটি পয়েন্টের জন্য জীবন লড়িয়ে দেওয়ার মত হল। শেষ পর্যন্ত শীর্ষ বাছাই আরিয়ানা সাবালেঙ্কা (Aryna Sabalenka)-কে তিন সেটের লড়াইয়ে হারিয়ে ফরাসি ওপেনে (French Open 2025) চ্যাম্পিয়ন হলেন দ্বিতীয় বাছাই মার্কিন যুক্তরাষ্ট্রের কোকো গাফ (Coco Gauff)। বেলারুশের তারকা সাবালেঙ্কাকে ৬-৭, ৬-২,৬-৪ হারিয়ে কেঁদে ফেললেন কোকো। সেরেনা উইলিয়ামসের দশ বছর পর ফরাসি ওপেনের সিঙ্গলসে চ্যাম্পিয়ন হলেন কোনও মার্কিন খেলোয়াড়। ২০১৫ ফরাসি ওপেনে খেতাব জিতেছিলেন সেরেনা, আর ২০২৫ সালে ক্লে কোর্টের খেতাব জিতলেন কোকো।

ফাইনালে অবিশ্বাস্য টেনিস

এদিন ফাইনালে প্রথম সেটের নাটকীয় টাইব্রেকারে হারের পর ভেঙে না পড়ে পরের দুটি সেটে মার্কিন তারকা যেভাবে খেললেন তা এক কথায় অবিশ্বাস্য। অন্যদিকে, টানা তিনটি গ্র্য়ান্ডস্লামের ফাইনালে খেলতে নামা সাবালেঙ্কা হারলেন বেশ কিছু 'আনফোর্সড এরর' করে। গোটা টেনিস বিশ্ব শ্বেতাঙ্গ বনাম কৃষ্ণাঙ্গ মহিলার মধ্যে টানটান ফাইনালের লড়াই উপভোগ করল। শেষ পর্যন্ত রোলা গাঁরোর নতুন রানি হলেন জর্জিয়ার কোকো গাফ।

কাপে হাতে কোকোর নাচ

এর আগে ২০২৩ ইউএস ওপেনে চ্য়াম্পিয়ন হয়েছিলেন

২১ বছর বয়সী কৃষ্ণাঙ্গ কোকো গাফের এটি দ্বিতীয় গ্র্যান্ডস্লাম খেতাব জয়। এর আগে তিনি ২০২৩ ইউএস ওপেনের খেতাব জিতেছিলেন। সেবারও ফাইনালে সাবালেঙ্কাকে হারিয়েই জীবনের প্রথম গ্র্যান্ডস্লাম খেতাবটি জেতেছিলেন কোকো। এর আগে ২০২২ ফরাসি ওপেনের ফাইনালে উঠে হেরে ছিলেন ইগা স্কোয়াতিকের কাছে।

১৯ বছর বয়েসে সিঙ্গলস ও ডবলসে গ্র্যান্ডস্লাম খেতাব জিতে নজির গড়েছিলেন গাফ

গত বছর ফরাসি ওপেনে মহিলাদের ডবলসে জিতেছিলেন গাফ। বিশ্বের প্রথম খেলোয়াড় হিসেবে ১৯ বছর বয়েসে গ্র্য়ান্ডস্লামে সিঙ্গলস ও ডবলস খেতাব জিতেছিলেন গফ। গফকে অনেকেই ডাকেন ছোট সেরেনা বলে। মার্কিন কিংবদন্তি সেরেনা উইলিয়ামসও নিজের উত্তরসূরি হিসেবে কোকো বেছে নিয়েছেন। সেরেনার সেই কথার মর্যাদা রাখছেন কোকো।