নয়াদিল্লি: প্রজ্ঞান চাঁদের মাটি ছোঁয়ার সঙ্গে সঙ্গে বিশ্বের দাবার ইতিহাসে ভারতের নাম উজ্জ্বল করেছেন গ্র্যান্ডমাস্টার রমেশবাবু প্রজ্ঞানন্দও (R Praggnanandhaa)। তারপর থেকে অভিনন্দনের বন্যায় ভাসছেন তিনি। বৃহস্পতিবার নয়াদিল্লি ৭ কেএলএম (7, LKM)-এর নিজের বাসভবন ডেকে ২০২৩ দাবা বিশ্বকাপের রানার্স আপকে (2023 FIDE World Cup runner-up) সংবর্ধনা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi)। হাজির ছিলেন প্রজ্ঞানন্দের বাবা ও মা।
প্রধানমন্ত্রীর পরে সাক্ষাতের পর প্রজ্ঞানন্দ টুইট করেন, "মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনে তাঁর সঙ্গে সাক্ষাৎ করা অত্যন্ত সম্মানের বিষয় (great honour)। আমাকে ও আমার বাবা-মাকে আপনি যে উৎসাহব্যঞ্জক (encouragement) কথা বলেছেন তার জন্য আপনাকে ধন্যবাদ।"
It was a great honour to meet Hon'ble Prime Minister @narendramodi at his residence!
Thank you sir for all the words of encouragement to me and my parents🙏 pic.twitter.com/dsKJGx8TRU
— Praggnanandhaa (@rpragchess) August 31, 2023
পরে প্রজ্ঞানন্দের টুইটকে কোট টুইট করে প্রধানমন্ত্রী লেখেন, "স্বপরিবারে আপনার সঙ্গে দেখা করে আলোকিত (Delighted) হলাম। আপনার আবেগ (passion) এবং অধ্যবসায় অতুলনীয়। আপনার উদাহরণ প্রমাণ করে দেয় কীভাবে ভারতীয় যুবরা সর্বত্র রাজ্যত্ব করছে। আপনার জন্য গর্বিত (Proud)।" আরও পড়ুন: BCCI Media Rights: বিসিসিআইয়ের ডিজিটাল এবং টিভি উভয় স্বত্বের নতুন মালিকানা পেল Viacom 18
Had very special visitors at 7, LKM today.
Delighted to meet you, @rpragchess along with your family.
You personify passion and perseverance. Your example shows how India's youth can conquer any domain. Proud of you! https://t.co/r40ahCwgph
— Narendra Modi (@narendramodi) August 31, 2023