টোকিও, ২৪ জুলাই: এই প্রথম অলিম্পিক গেমসের প্রথম দিনেই পদক জিতল ভারত। Mirabai Chanu Wins India's First Medal At Tokyo Olympics 2020- মহিলাদের ভারত্তোলনের ৪৮ কেজি বিভাগে রুপো জিতলেন ভারতের সাঁইখোম মীরাবাই চানু (Saikhom Mirabai Chanu)। এই বিভাগে সোনা জিতলেন চিনের ভারত্তোলক হাউ ঝিউ (Hou Zhihui)। বিশ্ব কুস্তিতে সোনা জেতা চানু, এবার অলিম্পিকে দেশকে রুপো এনে দিলেন। ৪ ফুট ১১ ইঞ্চি উচ্চতার চানু এদিন মোট ২০২ কেজির ভার তুলে সোনা পাওয়ার মতই পারফরম্যান্স করেছিলেন। আরও পড়ুন: কিউইদের হারিয়ে হকিতে শুভসূচনা, জুডোতে খালি হাতেই ফিরতে হচ্ছে, তিরন্দাজিতে আশা জাগাচ্ছেন দীপিকারা
Congratulations for a beautiful opening on medal tally @mirabai_chanu . This 🥈medal is a morale boost for our Indian contingent. Thank you for a spectacular performance…… jai hind pic.twitter.com/GY2PNMyap1
— Bajrang Punia 🇮🇳 (@BajrangPunia) July 24, 2021
কিন্তু চিনের হোউ ঝিহিহুই বিশ্বরেকর্ড গড়া ২১০ কেজির ওজন তোলার পারফরম্যান্স গড়ে সোনা জিতে নেন। ব্রোঞ্জ জেতেন ইন্দোনেশিয়ার উইন্ডি চানচিকা আইশা (১৯৪ কেজি)। চানু বিশ্বচ্যাম্পিয়নশিপে ২০১ কেজি ওজন তুলে সোনা জিতেছিলেন।
Could not have asked for a happier start to @Tokyo2020! India is elated by @mirabai_chanu’s stupendous performance. Congratulations to her for winning the Silver medal in weightlifting. Her success motivates every Indian. #Cheer4India #Tokyo2020 pic.twitter.com/B6uJtDlaJo
— Narendra Modi (@narendramodi) July 24, 2021
২০০০ সিডনি অলিম্পিকে ভারত্তোলনে ভারতকে পদক এনে দিয়েছিলেন কর্নম মালেশ্বরী। সেটাই ছিল অলিম্পিক দেশের কোনও মহিলার জেতা প্রথম পদক। মালেশ্বরীর সেই ঐতিহাসিক সাফল্যের ২১ বছর বাদে সেই ভারত্তোলনেই এল পদক। এবার টোকিও গেমসে ভারত্তোলনে চানুই ছিলেন ভারতের একমাত্র প্রতিনিধি। প্রসঙ্গত, মালেশ্বরীর ২২ বছর পর বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভারতকে সোনা এনে দিয়েছিলেন মনীপুরের মেয়ে চান। ২৬ বছরের সেই চানুই এবার দেশকে এনে দিলেন অলিম্পরিক পদক।
Silver medal! 🥈
After a tough battle, Chanu Saikhom Mirabai finishes in second place in the #Weightlifting women's -49kg and earns the first medal for India at #Tokyo2020@iwfnet @WeAreTeamIndia pic.twitter.com/zLF5Et6NLC
— Olympics (@Olympics) July 24, 2021
ভারত্তোলনে পদক জয়ের দিনে শ্যুটিংয়েও পদক জয়ের আশা রয়েছ। গেমসে উদ্বোধনের পরদিনই পদক জেতার আশা জাগালেন ভারতের শ্যুটার সৌরভ চৌধুরী (Saurabh Chaudhary)। ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে কোয়ালিফিকেশন রাউন্ডে ৫০ জনের মধ্যে প্রথম হয়ে ফাইনালে ওঠেন সৌরভ।
কোয়ালিফিকেশনে প্রথম আটজন থাকা শ্যুটারদের নিয়ে হয় ফাইনাল। এই ইভেন্টে ভারতের অপর শ্যুটার অভিষেক ভর্মা অবশ্য ১৭তম স্থানে শেষ করায় ফাইনালে খেলা হচ্ছে না।