কলকাতা, ১৭ অগাস্ট: কলকাতা নাইট রাইডার্সে এবার স্বদেশী কোচ। হাইপ্রোফাইল বিদেশী কোচদের খোঁজ ছেড়ে এই প্রথম দেশের কোচের ওপরেই ভরসা দেখাল কেকেআর। গত মরসুমে ব্র্যান্ডন ম্যাকালামের কোচিংয়ে কেকেআর ব্যর্থ হয়। ম্যাকালাম ইংল্যান্ডের কোচিংয়ের দায়িত্ব নিয়ে কেকেআর ছাড়ার পর, সেই জায়গায় আনা হল ঘরোয়া ক্রিকেটে দারুণ সফল চন্দ্রকান্ত পন্ডিতকে। আগামী মরসুমে আইপিএলে শ্রেয়স আইয়ার-সুনীল নারিন-আন্দ্রে রাসেলদের কোচিং করতে দেখা যাবে এবার মধ্যপ্রদেশকে রঞ্জি ট্রফি জেতানো কোচ চন্দ্রকান্ত পন্ডিতকে। কেকেআর সিইও ভেঙ্কি মাইসোর এই ঘোষণা করেন। ২০০২ থেকে ২০২২-এর মধ্যে রঞ্জি ট্রফিতে মোট ১৯বার কোচিং করিয়ে চন্দ্রকান্ত ৬বার চ্যাম্পিয়ন করিয়েছেন বিভিন্ন দলকে।
দেশের হয়ে ১৯৮৬ থেকে ১৯৯২ পর্যন্ত ৫টি টেস্ট এবং ৩৬টি ওয়ানডে খেলেছেন উইকেটকিপার-ব্যাটার চন্দ্রকান্ত পন্ডিত। ১৯৮৭ বিশ্বকাপে নিজের ঘরের মাঠ মুম্বইয়ে দিলীপ বেঙ্গসরকারের পরিবর্তে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলেও ছিলেন তিনি। তবে আন্তর্জাতিক ক্রিকেট সফল না হলেও ঘরোয়া ক্রিকেটে কোচিংয়ে দারুণ সফল তিনি। মুম্বই রঞ্জি চ্যাম্পিয়ন করানোর পর, ২০১৮ ও ২০১৯- পরপর দুটো রঞ্জিতে বিদর্ভকে কোচিংয় করিয়ে চ্যাম্পিয়ন করান চন্দ্রকান্ত। তারপর অনামী ক্রিকেটারদের নিয়ে চলতি বছর রঞ্জিতে মধ্যপ্রদেশকে চ্যাম্পিয়ন করান তিনি। আরও পড়ুন-অনটনে কাটছে বিনোদ কাম্বলির জীবন, আবেদন করলেন ক্রিকেট সংক্রান্ত কাজের
দেখুন টুইট
KKR Announced There Head Coach for the Next IPL Season.#KKR #IPL pic.twitter.com/VkztIvnp7M
— Cricket Apna l Indian cricket (@cricketapna1) August 17, 2022
জন বুকানান, ডেভ হোয়াটমোর থেকে কালিস, ব্র্যান্ড ম্যাকালামরা শাহরুখের দলকে আইপিএলে কোচিং করিয়ে সাফল্য পাননি। এবার সেই দায়িত্ব চন্দ্রকান্তের কাঁধে। আন্ডারডগদের নিয়ে যিনি বাজিমাত করায় সিদ্ধহস্ত।