Vinesh Phogat. (Photo Credits: X)

প্যারিস অলিম্পিকে মহিলাদের ৫০ কেজি কুস্তির ফাইনালে ওঠেন বিনেশ ফোগাত (Vinesh Phogat)। কিন্তু কয়েক ঘণ্টা পর তাঁর ওজন করা হলে, দেহের ওজন নির্ধারক মাত্রার চেয়ে ১০০ গ্রাম বেশী হওয়ায় বিনেশকে অযোগ্য ঘোষণা করে সবার শেষে স্থান দেওয়া হয়। এরপর নিশ্চিত পদক হাতছাড়া হওয়ার হতাশায় কান্নায় ভেঙে পড়েন বিনেশ। তারপর আন্তর্জাতিক ক্রীড়া আদালত (CAS)-এর কাছে ফাইনালে ওঠার সুবাদে রুপোর পদক দাবি করে আবেদন জানান হরিয়ানার তারকা কুস্তিগীর।

তাঁর যুক্ত ছিল, যেহেতু ফাইনালে ওঠা পর্যন্ত তাঁর দেহের ওজন সংক্রান্ত কনও সমস্যা ছিল না, তাই তাঁকে রুপো দেওয়া হোক। কিন্তু অনেক দিক বিবেচনা করে শেষ অবধি বিনেশ-কে পদক দেয়নি CAS। কিন্তু কী কারণে বিনেশকে নিয়ে এমন রায় দিল, তাতে বিস্তারিতভাবে জানাল অ্যাব্রিটেশন ফর স্পোর্টস (CAS)। আরও পড়ুন-চিলি ম্যাচে নেই মেসি, স্কালোনির বাজি কে!

দেখুন খবরটি

দেখুন খবরটি

২৪ পাতার দীর্ঘ রায়ে বলা হয়েছে, রুপোর আবেদন কার বিনেশের দিক থেকে কোনও ভুল ছিল না, কিন্তু এই বিষয়ে নিয়ম খুবই কঠোর। আন্তর্জাতিক কুস্তি সংস্থা (UWW)-র নিয়ম হল কোনও কুস্তিগীরকে দু দিনই ওজনের য়োগ্যতামান পাশ করতে হবে। নিয়মে আংশিক যোগ্যতা বলে কিছু উল্লেখ নেই। সেই ভিত্তিতেই বিনেশ মামলার রায় দেওয়া হয়েছে বলে CAS জানিয়েছে।