বাকু: আজারবাইজানের বাকুতে চলা দাবা বিশ্বকাপ ফাইনালের (2023 FIDE World Cup) দ্বিতীয় ম্যাচের ট্রাইবেকারেও (second game) অমীমাংসিত ভাবে (draw) শেষ করলেন নরওয়ের বিশ্ব চ্যাম্পিয়ন গ্র্যান্ডমাস্টার ম্যাগনাস কার্লসেন (Magnus Carlson) ও ভারতের টিনএজার গ্র্যান্ডমাস্টার রমেশবাবু প্রজ্ঞানন্দ (Indian R Praggnanandhaa)। আর এর ফলে ২০২৩ সালে দাবা বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলেন ম্যাগনাস কার্লসেন।
Magnus Carlson vs R Praggnanandhaa's second game ends in a draw, Carlson wins the 2023 FIDE World Cup pic.twitter.com/av43eqIX3E
— ANI (@ANI) August 24, 2023
আন্তর্জাতিক দাবা ফেডারেশনের (International Chess Federation) তরফে টুইট করে জানানো হয়, ২০২৩ ফিডে বিশ্বকাপের রানার আপ (runner-up) হয়েছেন প্রজ্ঞানন্দ। প্রতিযোগিতায় অসাধারণ খেলার জন্য ১৮ বছর বয়সী ভারতীয় দাবাড়ুকে (Indian prodigy) অভিনন্দন। ফাইনালে ওঠার পথে বিশ্বের দু নম্বর হিকারু নাকামুরা (Hikaru Nakamura) ও তিন নম্বর ফ্যাবিয়ানো কারুয়ানা (Fabiano Caruana)-সহ একাধিক জনকে পরাজিত করেছেন প্রজ্ঞানন্দ। প্রতিযোগিতায় রৌপ্য পদক জিতে ফিডে ক্যান্ডিডেট হিসেবে একটি টিকিটও সুনিশ্চিত করেছেন তিনি। আরও পড়ুন: 2023 FIDE World Cup: রুদ্ধশ্বাস লড়াইয়ে মুখোমুখি প্রজ্ঞানন্দ-কার্লসেন, কে জিতবেন টাইব্রেকার? (দেখুন টুইট)
International Chess Federation (FIDE) tweets, "Praggnanandhaa is the runner-up of the 2023 FIDE World Cup! Congratulations to the 18-year-old Indian prodigy on an impressive tournament! On his way to the final, Praggnanandhaa beat, among others, world #2 Hikaru Nakamura and #3… pic.twitter.com/g9Ky5VUdA4
— ANI (@ANI) August 24, 2023