দাবা বিশ্বকাপের ফাইনালে আজারবাইজানের বাকুতে টানটান উত্তেজনার লড়াই লড়ছেন ভারতের টিনএজার গ্র্যান্ডমাস্টার রমেশবাবু প্রজ্ঞানন্দ এবং নরওয়ের বিশ্ব চ্যাম্পিয়ন   গ্র্যান্ডমাস্টার ম্যাগনাস কার্লসেন। মঙ্গলবারের  প্রথম গেম ড্র হয়েছে। ফলে বুধবার দ্বিতীয় গেমের দিকে নজর ছিল সকলের।বুধবার দাবা বিশ্বকাপের ফাইনালের দ্বিতীয় রাউন্ডের ম্যাচও মাত্র এক ঘণ্টার মধ্যে ড্র হয়ে যায়। ম্যাচে ৩০টি চাল খেলা হলেও দ্রুত ড্র হয়ে যায়। সাদা ঘুঁটিতে কার্লসেনকে অপ্রতিরোধ্য মানা হয়। সেই ঘুঁটিতে তাঁর বিরুদ্ধে ড্র করে দাবা ফাইনালকে টাইব্রেকারে টেনে নিয়ে গিয়েছেন প্রজ্ঞা।এখন সেই টাইব্রেক ম্যাচ চলছে।

দাবা বিশ্বকাপের ফাইনালের দুটি ক্লাসিক্যাল রাউন্ডের খেলা হয়েছে। আর দুটিই ড্র হয়েছে। ফলে ভারতের প্রজ্ঞানন্দ বনাম নরওয়ের কার্লসেনের মধ্যে কে ৬৪ ঘরের রাজা হবেন তা জানতে এখন সময়ের অপেক্ষা। কাল এক প্রজ্ঞান ইতিহাস তৈরি করেছে, আজ অপেক্ষা আর এক প্রজ্ঞানের। দেখা যাক ফলাফল কি হয়-

 

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)