Wiaan Mulder. (Photo Credits: X)

Wiaan Mulder 367 Runs: একেবারে বিরল নজির। একেবারে বড় আত্মত্য়াগ। হাসতে হাসতে ব্রায়ান লারার বিশ্বরেকর্ড ভাঙতে পারতেন। টেস্ট ক্রিকেটের ইতিহাসে এক ইনিংসে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ৪০০ রান করে ফেলতে পারতেন। কিন্তু বুলাওয়ে টেস্টে জিম্বাবোয়ের (South Africa vs Zimbabwe 2nd Test) বিরুদ্ধে ৩৬৭ রান করে অপরাজিত থাকা অবস্থায়, লাঞ্চে দলের ইনিংস ডিক্লেয়ার করে দিলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক উইয়ান মুলডার। আর মাত্র ৩৩ রান করলেন ৪০০ রানের মাইলস্টোন, আর ৩৪ রান করলেই ব্রায়ান লারার বিশ্বরেকর্ড ভাঙতে পারতেন তিনি। অথচ প্রথম ইনিংসে দ্বিতীয় দিনে লাঞ্চে ৫ উইকেটে ৬২৬ রানে ডিক্লেয়ার দিলেন মুলডার। দক্ষিণ আফ্রিকা মাত্র ১১৪ ওভার ব্যাট করেই ডিক্লেয়ার করল। যেটার তেমন প্রয়োজনই ছিল না বলে অধিকাংশ প্রাক্তন ক্রিকেটারের মত।

মাত্র ১১৪ ওভার ব্যাট করেই ডিক্লেয়ার!

জিম্বাবোয়ের বিরুদ্ধে মাত্র একটা দিন আর একটা সেশনের খেলাই হয়েছিল। সময় অনেকটাই ছিল। কিন্তু এরপরেও বিশ্বরেকর্ড গড়া, ৪০০ রান করার মত ব্যক্তিগত মাইলস্টোনকে গুরুত্ব দিলেন না প্রথমবার দেশকে নেতৃত্ব দেওয়া মুলডার। এত বড় আত্মত্য়াগের নজির বিশ্ব ক্রিকেটে খুব কমই আছে। দলের দ্রুত জয়কেই নিজের ব্যক্তিগত মাইলস্টোনের চেয়ে বেশি গুরুত্ব দিলেন প্রোটিয়া অধিনায়ক। বিশ্বের প্রথম অধিনায়ক হিসেবে অভিষেক টেস্টে ৩০০ রান করার মাইলস্টোন গড়লেন মুলডার। সঙ্গে টেস্ট ক্রিকেটে দ্রুততম সাড়ে তিনশো, দেশের টেস্ট ইতিহাসে এক ইনিংসে সর্বোচ্চ রানেরও নজির গড়লেন ২৭ বছরের গাউটেংয়ের ডানহাতি ব্যাটার। নিজের ২১ তম টেস্টে নেমে তাঁর তৃতীয় টেস্ট সেঞ্চুরি, প্রথমবার ডবল ও ট্রিপল সেঞ্চুরি করলেন অলরাউন্ডার মুলডার।

লারার ৪০০ রানের বিশ্বরেকর্ড অক্ষত

টেস্ট ক্রিকেটের ইতিহাসে এক ইনিংসে চতুর্থ সর্বোচ্চ রান করার নজির গড়লেন মুলডার। স্যার গ্য়ারি সোবার্সের রেকর্ড ভেঙে মুলডার (৩৬৭) থাকলেন ব্রায়ান লারা (৪০০), ম্য়াথু হেডেন (৩৮১) , মাহেলা জয়বর্ধনে (৩৭৪ রান) ও ব্রায়ান লারা (৩৭৫)-র পিছনে। এদিন মুলডার যে গতিতে ব্যাট করছিলেন তাতে ৪০০ রানের গণ্ডি ছুঁতে তাঁর বড়জোড় আর গোটা ২০-২৫টি মত বল লাগত। এতে বড়জোড় দক্ষিণ আফ্রিকাকে আর মিনিট ৪০ বেশি ব্যাট করতে হত। কিন্তু লাঞ্চে ৩৬৭ রানে অপরাজিত থাকার পর ড্রেসিংরুমে ফিরে, খেলা শুরুর ঠিক আগে মুলডার জানিয়ে দিলেন ডিক্লেয়ারের কথা। গোটা ক্রিকেট বিশ্ব তখন অপেক্ষা করছিল বুলাওয়ে টেস্টে কখন মুলডার ৪০০ করেন, আর তারপর ভাঙেন লারার রেকর্ড। কিন্তু মুলডার সবাইকে হতাশ করলেন, ডিক্লেয়ার ঘোষণা করে।

নজির গড়া ৩৬৭

মার্ক টেলরের ডিক্লেয়ারের নজিরও ভাঙলেন মুলডার

১৯৯৮ সালে পেশোয়ার টেস্টে পাকিস্তানের বিরুদ্ধে ব্যক্তিগত ৩৩৪ রানে অপরাজিত থাকার সময় ইনিংস ডিক্লেয়ার ঘোষণা করেছিলেন অজি অধিনায়ক মার্ক টেলর। ডন ব্র্যাডম্য়ানের (৩৩৪) রেকর্ড ভাঙতে না চেয়ে আর দলের স্বার্থে ইনিংস ডিক্লেয়ার ঘোষণা করে দেন টেলর। টেলরের সেই নজিরও ভেঙে দিলেন মুলডার।

টেস্ট ক্রিকেটে এক ইনিংসে সর্বোচ্চ রানসংগ্রহকারীরা

৪৯টি বাউন্ডারি, ৪টি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ৩৬৭ রানে অপরাজিত মুলডার

বুলাওয়ে টেস্টে ৩৬৭ রানে অপরাজিত মুলডার ৪৯টি বাউন্ডারি ও ৪টি ওভার বাউন্ডারি, স্ট্রাইক রেট ১০৯। গতকাল, রবিবার টেস্টের প্রথম দিনে ২৬৪ রান করে অপরাজিত ছিলেন তিনি। টেস্টে একদিন সর্বোচ্চ রান করার নজির গড়েছিলেন মুলডার। এরপর এদিন ২৯৭ বলে ত্রিশতরান বা ট্রিপল সেঞ্চুরি পূর্ণ করেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক। বীরেন্দ্র সেওয়াগের (২৭৮ বলে)-র পর দ্বিতীয় দ্রুততম টেস্ট ত্রিশতরানটি এতদিন পূর্ণ করেন মুলডার। এরপর তিনি ৩২২ বলে সাড়ে ৩০০ রান পূর্ণ করেন।

কেশব মহারাজ চোট পাওয়ায় আচমকাই দেশকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়েছিলেন

জীবনের ২১তম টেস্টে মুলডার খেলতে নেমেছিলেন অধিনায়ক হিসাবে। কারণে তেম্বা বাভুমাকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে জয়ের পর বিশ্রাম দেওয়া হয়েছিল। অন্যদিকে, জিম্বাবোয়ে সফরে টেস্টে অধিনায়ক হওয়া কেশব মহারাজ প্রথম টেস্টে চোট পাওয়ায় বুলাওয়ে টেস্টে খেলতে পারছেন না। আর দেশের অধিনায়ক হিসেবে আচমকা এসে পড়া অভিষেক ম্যাচে তিন নম্বরে ব্য়াট করতে নেমে সাড়ে ৩০০ রানের গণ্ডি টপকে ইতিহাস গড়লেন মুলডার।