Neymar. (Photo Credit s: Twitter)

প্যারিস, ২৭ জুন: পিএসজি-তে মেসির পাশে আর হয়তো খেলতে দেখা যাবে না নেইমার ( Neymar)-কে। খুব সম্ভবত নেইমার গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডোতেই প্যারিসের এই ক্লাব ছাড়বেন। খোদ ক্লাব প্রেসিডেন্ট ইঙ্গিত দিয়েছেন সেই কথা। পিএসজি-র এক শীর্ষ কর্তা স্থানীয় সংবাদমাধ্যমে গত মরসুমে ক্লাবের প্রত্যাশিত ফল না হওয়ার হতাশা ব্যক্ত করে নেইমারের ক্লাব ছাড়ার কথা বলেছেন। গত মরসুমে নেইমার পিএসজি-র হয়ে ২৮টি ম্যাচ খেলে ১২টি গোল করেন।

চোটের কারণে পিএসজি-র কিছু গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে পারেননি ব্রাজিলের তারকা স্ট্রাইকার। ২০১৭ সালে ২২২ মিলিয়ন ইউরোতে নেইমারকে দলে নেয় পিএসজি। গত দু মরসুমে সেভাবে বড় কিছু করতে পারেননি তিনি। শুধু নেইমার নয় কোচ মাউরিসিও পচেত্তিনিও সরাতে পারে পিএসজি। আরও পড়ুন: অবসর নিচ্ছেন বিশ্বকাপজয়ী অধিনায়ক মর্গ্যান, সীমিত ওভারের নেতৃত্বে হয়তো বাটলার

দেখুন টুইট

নেইমার এবার কোন ক্লাবে যান সেটাই দেখার। নেইমার পিএসজি ছেড়ে চেলসিতে যেতে পারেন বলে খবর।