Bhavani Devi

বেজিং, ১৯ জুন: ফেন্সিংয়ে ইতিহাস। চিনের উইকসিতে আয়োজিত এশিয়ান ফেন্সিং চ্যাম্পিয়নশিপে (Asian Fencing Championships 2023) পদক জেতা নিশ্চিত করলেন ভারতের সি.এ ভবানী দেবী (Bhavani Devi)। এশিয়ান ফেন্সিংয়ের ইতিহাসে এই প্রথম কোনও ভারতীয় পদক জিততে চলেছেন। কোয়র্টার ফাইনালে বিশ্ব চ্যাম্পিয়ন তথা দুনিয়ার এক নম্বর ফেন্সার জাপানের মিসাকি ইমুরা (Misaki Emura)-কে ১৫-১০ হারান বিশ্বের ৪৯ নম্বর ভবানী। নিজের থেকে ৪৮ ধাপ এগিয়ে থাকা দুনিয়ার ফেন্সারকে এদিন যেভাবে হারালেন ভবানী তা ভারতীয় খেলাধুলোর ইতিহাসে অন্যতম সেরা গৌরবের ম্যাচ হিসেবে তুলে রাখা উচিত।

বক্সিংয়ের মত ফেন্সিংয়ে আন্তর্জাতিক চ্যাম্পিয়নশিপে সেমিফাইনালে উঠলেই অন্তত ব্রোঞ্জ জয় নিশ্চিত হয়। ভবানীই দেশের প্রথম ফেন্সার হিসেবে অলিম্পিকে সরাসরি খেলার সুযোগ পেয়েছিলেন। টোকিও অলিম্পিকে খেলেছিলেন ভবানী। প্রি কোয়ার্টার ফাইনালে ভবানী দেবী হারিয়েছিলেন বিশ্ব চ্যাম্পিয়নশিপে পদকজয়ী তথা তৃতীয় বাছাই জাপানের সেরি ওজাকি-কে ১৫-১১ হারালেন ভবানী দেবী। আরও পড়ুন-ভারতের ইন্টার কন্টিনেন্টাল কাপ জয়, এক কোটি টাকা পুরস্কার ঘোষণা নবীন পট্টনায়েক-এর

দেখুন টুইট

রাহুল দ্রাবিড় অ্যাথলিট মেন্টারশিপ প্রোগ্রামের মাধ্যমে উঠে আসেন তামিলনাড়ুর চেন্নাইয়ের ২৯ বছরের ফেন্সার ভবানী। এর আগে তিনি গত বছর কমনওয়েলথ ফেন্সিংয়ে সোনা জিতেছিলেন। ৯ বারের জাতীয় চ্যাম্পিয়ন ভবানীর বাবা এক মন্দিরে পুরোহিত হিসেবে কাজ করেন।