Ben Stokes Century: ম্যানচেস্টার টেস্টে বড় নজির ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকসের। ম্যানচেস্টারে ভারতের বিরুদ্ধে পাঁচ উইকেট নেওয়া পর এবার চলতি টেস্টের চতুর্থ দিনে সেঞ্চুরি করলেন স্টোকস। সব মিলিয়ে ব্যাটে-বলে অপ্রতিরোধ্য স্টোকস। ইংল্যান্ডের লিড ২৭৫ ছাড়িয়ে গেল। ৩৪ বছরের স্টোকসের টেস্টে এটি ১৪তম সেঞ্চুরি। টেস্টে ক্রিকেটে ব্য়াট হাতে ৭ হাজার রানের মাইলস্টোনও এদিন গড়লেন ব্রিটিশ অধিনায়ক। দীর্ঘ দু বছর, ২১টি টেস্ট খেলার পর পাঁচদিনের ক্রিকেটে সেঞ্চুরি করলেন স্টোকস। শেষবার ২০২৩ অ্যাসেজ সিরিজে লর্ডস টেস্টের দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৫৫ রানের দুরন্ত ইনিংস খেলেছিলেন। প্রসঙ্গত, চলতি ম্যানচেস্টার টে্টে প্রথম ইনিংসে ৭২ রান দিয়ে ৫ উইকেট নেন স্টোকস। ইংল্য়ান্ড অধিনায়কের বলে আউট হয়েছিলেন শুভমন গিল, সাই সুদর্শন, শার্দুল ঠাকুর, ওয়াশিংটন সুন্দর ও অনশুল কাম্বোজ।
দুই দলের তুলনা
চলতি ম্য়ানচেস্টার টেস্টে ইংল্য়ান্ডের দুই ব্যাটার সেঞ্চুরি করলেন- জো রুট (১৫০) ও স্টোকস (১২০ অপরাজিত)। দুই ওপেনার একেবারে সেঞ্চুরির দোরগড়ায় পৌঁছন বেন ডাকেট (৯৪) ও জ্য়াক ক্রাউলি (৯১)। তিনে নেমে ওলি পোপ (৭১) দুরন্ত ইনিংস খেলেন। সেখানে টিম ইন্ডিয়ার কেউ সেঞ্চুরি করা তো দূরের কথা, দুজন মাত্র হাফ সেঞ্চুরি করেছেন (সাই সুদর্শন: ৬১, ঋষভ পন্থ: ৫৪)।
অবিশ্বাস্য ব্যাটিং করছে ইংল্যান্ড
রুট, স্টোকসদের দুরন্ত সেঞ্চুরির সৌজন্যে ৬৫০ রানের গণ্ডি ছাড়িয়ে গিয়েছে ইংল্য়ান্ড। স্টোকসদের লিড ৩০০ ছাড়িয়ে গিয়েছে। টিম ইন্ডিয়া এখান থেকে ম্য়াচ বাঁচাতে হলে অন্তত ৫টি সেশন বা ১৫০ ওভার ব্যাট করতে হবে। একটা জিনিস পরিষ্কার হয়ে গিয়েছে, ইংল্যান্ড থেকে সিরিজ জিতে ফেরার শুভমন গিলদের কাছে আর কোনও সুযোগ নেই। ১-২ পিছিয়ে পড়া টিম ইন্ডিয়া এখান থেকে বড়জোড় ম্যাচ আর সিরিজ বাঁচাতে পারে।
স্টোকসের ১৪তম টেস্ট সেঞ্চুরি
Test hundred number 1️⃣4️⃣ for Ben Stokes 🔥
Five wickets in the first innings and now a century in the second.
Captain fantastic 👏 pic.twitter.com/s70tX5bCUe
— England Cricket (@englandcricket) July 26, 2025
ম্য়াচ আর সিরিজ বাঁচানো কঠিন হবে গিলদের
গতকাল, তৃতীয় দিনের শেষে স্টোকস ৭৭ রানে অপরাজিত ছিলেন। ইংল্যান্ডের স্কোর ছিল ৭ উইকেটে ৫৪৪ রান। এদিন খেলার শুরুতেই বুমরা আউট করেন লিয়াম ডাওসন (২৬) আর সিরাজ আট করেন ক্রিস ওকস (৪)-কে। ৫৬৩ রানে ৮ উইকেট হারানো ইংল্য়ান্ডকে দেখে তখন মনে হচ্ছিল দ্রুত ইনিংস শেষ হয়ে যাবে। কিন্তু সেখান থেকে দশ নম্বরে নামা ব্রাইডন কার্স-কে নিয়ে নিজের সেঞ্চুরি পূর্ণের পর দলের লিড ধরাছোঁয়ার বাইরে নিয়ে গেলেন ইংল্যান্ডের অধিনায়ক।